Team India (File Photo)

অ্যাডিলেড, ২ নভেম্বর: টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বে আজ, বুধবার মুখোমুখি ভারত-বাংলাদেশ। অ্যাডিলেডে রোহিত শর্মা বনাম সাকিব হাসান ব্রিগে়ডের দ্বৈরথ নিয়ে উত্তেজনায় ফুটছে বাইশ গজের বিশ্ব। বেশ কয়েক বছর ধরেই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে।

উত্তেজনার বেশির ভাগটাই তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। দুটো দলই তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সমান সংখ্যক পয়েন্ট পেয়ে একই জায়গায় দাঁড়িয়ে।

আরও পড়ুন-অনবদ্য বাটলার, কিউইদের হারিয়ে শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ড, চাপে অস্ট্রেলিয়া

এক নজরে দেখে নেওয়া যাক ভারত-বাংলাদেশ ম্যাচ কখন, কোথায় সরাসরি দেখা যাবে-

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে আজ, বুধবার ২ নভেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচ আয়োজিত হবে অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে।

কখন থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় দুপুর দেড়টে থেকে শুরু হবে খেলা

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে

চলতি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এই ম্যাচ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ১ ও ৩, স্টার স্পোর্টস ১ ও ৩ এইচডি, স্টার সিলেক্ট এইচডি ১ চ্যানেলে।

দূরদর্শনে কি সরাসরি দেখানো হবে

টি২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচ সরাসরি দূরদর্শনে দেখানো হবে। সেমিফাইনাল, ফাইনালও সরাসরি দূরদর্শনে সম্প্রচার করা হবে। তবে ফ্রি ডিশের মাধ্যমেই একমাত্র দেখা যাবে।

রেডিয়োতে সরাসরি ধারাবিবরণী করা হবে কি?

হ্যাঁ, প্রসার ভারতীর বিভিন্ন রেডিও চ্যানেলে সরাসরি ধারাবিবরণী করা হবে ম্যাচ

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারে দুপুর দেড়টা থেকে দেখানো হবে ম্যাচ