বার্মিংহ্যামে, ২ জুলাই: বিশ্বকাপের (ICC World Cup 2019) সেমিফাইনালে উঠল ভারত (team India)। মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশকে ২৪ রানে হারিয়ে শেষ চারে নিশ্চিত হল বিরাট কোহলিদের ( ৮ ম্যাচে ১৩ পয়েন্ট)। অন্যদিকে, ভারতের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ (Bangladesh)। রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি, লোকেশ রাহুলের ৭৭ রানের ভাল ইনিংসের সৌজন্যে সাকিবদের ছুটি দিয়ে টিম ইন্ডিয়া চলে গেল নক আউটে।
ভারতের ৩১৪ রানের জবাবে, বাংলাদেশ করল ২৮৬ রান। বুমরা ৫৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট নিলেন, হার্দিক পান্ডিয়া নেন ৩টি উইকেট নেন ৬০ রানের বিনিময়ে। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সুবাদে কোহলিরা একই সঙ্গে নিশ্চিত করলেন লিগ তালিকায় চ্যাম্পিয়ন বা রানার্সের মধ্যেই তারা থাকছেন। ইংল্যান্ডের কাছে হারের থধাক্কা কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৩০০ প্লাস রান করে, দু একটা ক্ষেত্রে ছাড়া একচেটিয়া ভাবেই জিতল ভারত। মুস্তাফিজুর রহমানের ৫ উইকেট, সাকিব আল হাসানের ৬৬ রানের দুরন্ত ইনিংস ব্যর্থ গেল। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটা ম্যাচে স্মরণীয় পারফরম্যান্স করেও লিগ পর্ব থেকেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। আরও পড়ুন- দীনেশ কার্তিকের ১২ বছরের অপেক্ষা আজ শেষ হল, জানেন কী অপেক্ষা
চলতি বিশ্বকাপে রোহিত শর্মার চতুর্থ সেঞ্চুরি, লোকেশ রাহুলের দুরন্ত হাফ সেঞ্চুরির সুবাদে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৩১৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাধ্যমত লড়ার চেষ্টা করে। তামিম ইকবালকে বোল্ড করে ভারতকে প্রথম সফলতা এনে দেন মহম্মদ শামি। তবে তারপর সাকিব আল হাসান লড়ে যাচ্ছিলেন। কিন্তু পুরো ইনিংস জুড়েই বাংলাদেশের সমস্যা ছিল সেট হয়ে ব্যাটসম্য়ানদের আউট হওয়া। শূন্য রানে আউট হলেও বল হাতে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়ে জয়ের পিছনে বড় অবদান রাখলেন হার্দিক পান্ডিয়া। সাকিবকে আউট করে দলের জয় নিশ্চিত করেন পান্ডিয়া। কুলদীপ যাদবকে বাদ দিয়ে চার পেসারে নেমে ভারতের আজ লাভই হল। তবে কেদার যাদবের পরিবর্তে প্রথমবার বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ পেয়ে রান পেলেন না দীনেশ কার্তিক (৮)।
শনিবার শেষ ম্যাচে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ভারত যদি জেতে আর অস্ট্রেলিয়া যদি হারে তাহলে দশ দলের রাউন্ড রবীন লিগে কোহলিরাই চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে। লিগে চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া (১৪ পয়েন্ট), ভারত (১৩ পয়েন্ট), নিউ জিল্যান্ড (১১ পয়েন্ট)।
বিশ্বকাপ এখন শুধু পাঁচ দলের হয়ে গেল। ৫টি দলের মধ্যে অস্ট্রেলিয়া, ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। নিউ জিল্যান্ড (১১ পয়েন্ট)-ও শেষ চারের দিকে অনেকটা এগিয়ে। চতুর্থ স্থান পেয়ে সেমিফাইনালে ওঠার ব্যাপারে এখন সরাসরি লড়াইয়ে ইংল্যান্ড, পাকিস্তান। শেষ ম্যাচে ইংল্যান্ড যদি কিউইদের হারিয়ে দেয়, আর পাকিস্তান হারায় বাংলাদেশকে, তাহলেও নেট রানরেটে পিছিয়ে থাকা সরফরাজ আহমেদ-দের শেষ চার অনিশ্চিত। তবে ইংল্যান্ড যদি শেষ ম্যাচে হেরে যায়, আর সাকিবদের যদি হারিয়ে দেন সরফরাজরা , তাহলে সেমিফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। যদি ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্য়াচের জন্য এখান থেকে অনেক 'যদি-কিন্তু' থাকছে।