India Vs Australia, T20 World Cup 2021 Live Streaming: কখন কীভাবে সরাসরি দেখবেন ভারত-অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
Team India (Photo Credits: Twitter)

দুবাই, ২০ অক্টোবর: আগামী রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2021) অভিযান শুরুর আগে, আজ শেষবার নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতীয় দলের কাছে। বুধবার, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় তথা শেষ ওয়ার্ম আপ ম্যাচে নামছেন বিরাট কোহলি (Virat Kohli) রা। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিলেন কোহলিরা। তবে ওয়ার্ম আপ ম্যাচে জয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল, দলের কম্বিনেশন ঠিক করা, খুঁতগুলো ঢাকা। অস্ট্রেলিয়া প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারালেও এখনও দলের কম্বিনেশন ঠিক করতে পারেনি।

আজ অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের কম্বিনেশন ঠিক করার লক্ষ্যেই নামছেন বিরাটরা। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর-রা নামেননি। লোকেশ রাহুল, ইশান কিষাণ, জশপ্রীত বুমরা এবং মহম্মদ সামি নজর কেড়েছিলেন। অজি ম্যাচে হয়তো রোহিত, জাদেজাদের নামানো হবে। আরও পড়ুন: মেসির জোড়া গোলে পিছিয়ে পড়েও লাইপজিগের বিরুদ্ধে দুরন্ত জয় পিএসজি-র

আসুন দেখে নেওয়া যাক ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ম আপ ম্যাচ কোথায় কবে অনুষ্ঠিত হবে

এই ম্যাচ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় আয়োজিত হবে।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এইচি এবং ডিডি স্পোর্টসে দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

ডিজনি+হট স্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই খেলা।