Indian Women Hockey Team. (Photo Credits: Twitter)

বার্মিংহ্যাম, ৫ অগাস্ট: টোকিও অলিম্পিকের পর আরও একটা বড় অঘটনের দিকে চোখ রেখে আজ রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা হকি দল। কমনওয়েলথ গেমসে মহিলাদের হকির সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। গত বছর টোকিওতে কোয়ার্টার ফাইনালে এই অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েই প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা দল।

এবার সেখানে অজিদের হারালে ১৬ বছর পর মহিলাদের হকিতে কমনওয়েলথ গেমসে ফাইনালে উঠবে ভারত। লিগ পর্যায়ে ইংল্যান্ড ছাড়া বাকি চারটি ম্যাচ জিতে সেমিতে উঠেছে ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়া সব কটা ম্যাচ জিতে সেমিতে উঠেছে। মহিলাদের হকিতে অস্ট্রেলিয়ার-ভারত মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তার মধ্য়ে ভারত জিতেছে মাত্র দুবার। এদিকে, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের হকির অন্য সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড-নিউ জিল্যান্ড।

আজ, শুক্রবার রাত পোহালে, মানে শনিবার ভারতীয় সময় রাত ১২টা ২৫ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। খেলা সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, সোনি টেন টু-সোনি টেন থ্রি-তে। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখানো হবে এই খেলা। সোনি লিভ ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও সরাসরি দেখা যাবে খেলা।  আরও পড়ুন-মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড 

অন্যদিকে, পুরুষদের হকিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে ওয়েলশকে ৪-১ উড়িয়ে পুল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল। লিগের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন চারটি খেলে জিতল ৩টি-তে, ১টি ড্র, গোল করল মোট ২৭টি। এবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যে দক্ষিণ আফ্রিকা আন্ডারডগ হয়ে টুর্নামন্টে নেমে নিউ জিল্যান্ড, পাকিস্তানকে পিছনে ফেলে গ্রুপ এ-থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে আটকে গেলে নিউ জিল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠল নেলসন ম্যান্ডেলার দেশ। পুরুষদের হকিতে অন্য সেমিফাইনালে হট ফেভারিট অস্ট্রেলিয়া খেলবে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে।