CWG 2022: সেমিফাইনালে হরমনপ্রীতদের সামনে আয়োজক ইংল্যান্ড, পুরুষদের হকির সেমিতে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
Indian women cricket team (Pic Source: BCCI Women's Twitter)

বার্মিংহ্যাম, ৫ অগাস্ট: কমনওয়েলথ গেমসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনাল লাইনআপ ঠিক হয়ে গেল। গতকাল, বৃহস্পতিবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ফলে সেমিফাইনালে গ্রুপ বি-র চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে গ্রুপ বি-র রানার্স ভারতকে। অন্য সেমিফাইনালে গ্রুপ এ-র চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে গ্রুপ বি-র রানার্স নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।

সেমিফাইনালে হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্স হয়েছিল, পাশাপাশি তারা এবারের আয়োজক দেশ, এবং গ্রুপ লিগের তিনটি খেলাতেই অনায়াসে জয় পেয়েছে। ফলে ফাইনালে উঠতে হলে হরমনপ্রীতদের প্রতিপক্ষ বেশ কঠিন।

অন্যদিকে, পুরুষদের হকিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে ওয়েলশকে ৪-১ উড়িয়ে পুল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল। লিগের ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন চারটি খেলে জিতল ৩টি-তে, ১টি ড্র, গোল করল মোট ২৭টি। এবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যে দক্ষিণ আফ্রিকা আন্ডারডগ হয়ে টুর্নামন্টে নেমে নিউ জিল্যান্ড, পাকিস্তানকে পিছনে ফেলে গ্রুপ এ-থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে আটকে গেলে নিউ জিল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠল নেলসন ম্যান্ডেলার দেশ। পুরুষদের হকিতে অন্য সেমিফাইনালে হট ফেভারিট অস্ট্রেলিয়া খেলবে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে।

মহিলাদের হকিতে আজ, রাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত।

মহিলাদের ক্রিকেটে সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল, ৬ অগাস্ট

ভারত বনাম ইংল্যান্ড

দ্বিতীয় সেমিফাইনাল, ৬ অগাস্ট

অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড

পুরুষদের হকি

প্রথম সেমিফাইনাল, ৬ অগাস্ট

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড

দ্বিতীয় সেমিফাইনাল, ৬ অগাস্ট

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

মহিলাদের হকি

প্রথম সেমিফাইনাল, ৫ অগাস্ট

ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড

দ্বিতীয় সেমিফাইনাল, ৫ অগাস্ট

ভারত বনাম অস্ট্রেলিয়া