PM Modi with Two Captains. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ৯ মার্চ: মোদী-ময় আমেদাবাদ টেস্টের প্রথম দিনের সকাল। টুকরো টুকরো মুহূর্তে স্মরণীয় হয়ে থাকল চলতি বর্ডার-গাভাসকর ট্রফি চতুর্থ তথা শেষে টেস্টের প্রথম দিন। ক্রিকেট দুটো দেশকে কাছে নিয়ে এল। বাইশ গজে দেখা গেল ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ছবি।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দুই দলের অধিনায়কের হাত ধরে দাঁড়িয়ে থাকলেন দুই প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার হাত তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের হাত তুলে ধরেন ক্যাঙারুর দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। মোদীর হাত ধরা ছিল অজি প্রধানমন্ত্রী  অ্যান্থনি অ্যালবানেসের। দুই প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্মিত রথে চড়ে ঘোরেন মাঠের ধার দিয়ে। আরও পড়ুন-বিশ্বকাপে খেলবেন বুমরা!

অধিনায়ক রোহিত শর্মার হাতে টুপি তুলে দেন মোদী। প্রধানমন্ত্রীকে বিশেষভাবে কথা বলতে দেখা গেল বিরাট কোহলির সঙ্গে। দুই দলের ক্রিকেটারদের নিয়ে মাঠে ঢোকেন মোদী।

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অজিদের দলের কোনো পরিবর্তন নেই, ভারতের দলে মহম্মদ সিরাজের বদলে এসেছেন মহম্মদ শামি। ইন্দোরে ন'উইকেটের কঠিন পরাজয়ের পর বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পেতে মরিয়া ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ফলাফলে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে যোগ দেবে, যা জুনে ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ড্র বা হার ভারতের যোগ্যতা অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, জয়ের ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে সিরিজ শেষ করার আশায় অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়া ২-১ এগিয়ে। তবে সিরিজ ভারত দিল্লি টেস্টেই জিতে নিয়েছে। কিন্তু ইন্দোরে তৃতীয় টেস্ট হারের পর আমেদাবাদে রোহিত শর্মাদের কাছে ম্যাচটা দারুণ গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। কারণ সিরিজের চতুর্থ টেস্টে জিতলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার টিকিট পেয়ে যাবে টিম ইন্ডিয়া।

অন্যদিকে, স্টিভ স্মিথের নেতৃত্বে আমেদাবাদে নামতে চলা অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ভারতকে রুখে সিরিজ ড্র করার কৃতিত্ব দেখানো। প্রসঙ্গত, নাগপুরে ইনিংস ও ১৩২ রানে জেতে ভারত। তারপর দিল্লিতে দ্বিতীয় টেস্টে রোহিতরা জেতেন ৬ উইকেটে। ইন্দোরে তৃতীয় টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে প্রথমবার জয় পায় অজিরা।