কলকাতা, ১১ জুন: শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে নাটকীয় ম্যাচ। এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে একেবারে শেষের দিকে তিনটে গোলে পুরো জমে গেল ম্যাচ। থ্রিলারে শেষ হাসি হেসে আগামী বছর এশিয়া কাপে খেলার দিকে এক পা বাড়িয়ে রাখল ভারত। আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে টানা দুটো ম্যাচ জিতল ভারত। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচের ফল। এরপর সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। অনেকে তখন ভেবেছিলেন ছেত্রীর শেষের দিকে গোলে তিন পয়েন্ট আসছে। কিন্তু মিনিট দুয়েকের মধ্যে পুরো যুবভারতীর কোলাহল থামিয়ে জুবাইর আমিরি আফগানদের ম্যাচে সমতায় ফেরান। ড্র ম্যাচ দেখেই বাড়ি ফিরতে হবে ধরে নিয়ে ব্যাগ গুছিয়ে স্টেডিয়াম ছাড়ার প্রস্তুতি নেওয়া যুবভারতীর দর্শকদের চমকে দেন সাহাল সামাদ।
ম্যাচের ৯১ মিনিটে সামাদের গোলে লাফিয়ে ওঠে যুবভারতী। যে ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত গোল না দেখে ঝিমিয়ে গেছিলেন দর্শকরা, সেখানেই মিনিট পাঁচেকের মধ্যে হয়ে গেল তিন-তিনটে গোল। সামাদের গোলের পর আরও পাঁচ মিনিট খেলা চললেও আফগানরা আর সমতায় ফিরতে পারেনি। নাটকীয় ম্যাচে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন সুনীলরা। ভারতের থেকে ফিফা ক্রমতালিকায় ৪৬ ধাপ পিছিয়ে থাকলেও কাবুলিওয়ালার দেশের ফুটবলাররা ভালই লড়াই করলেন। আরও পড়ুন:বিষ্ময় বালক প্রজ্ঞানন্দ রমেশ বাবু চ্যাম্পিয়ন কার্লসেনের দেশে
দেখুন শেষ মুহূর্তে করা সামাদের গোলের ভিডিও
90+2’ GOOOOALLL!!
Sahal scores just at the stroke of full time from Ashique’s low cross inside the box!
AFG 1️⃣-2️⃣ IND #AFGIND ⚔️ #ACQ2023 🏆 #BlueTigers 🐯 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/4i4lXHtzwp
— Indian Football Team (@IndianFootball) June 11, 2022
এবার গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার হংকংকে হারাতে পারলেই আগামী বছর এশিয়ান কাপ ফুটবলের মুলপর্বে খেলবেন সুনীল ছেত্রীরা। তবে শনিবার দিনের প্রথম ম্যাচে যুবভারতীতে কাম্বোডিয়াকে ৩-০ গোলে হংকং হারানোয়, শেষ ম্যাচে ভারত-হংকং ম্যাচ ড্র হলে সুনীলরা গোল পার্থক্যে দ্বিতীয় হয়ে এশিয়ান কাপে মুলপর্বে খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে। পরপর দুটো ম্যাচে হেরে আগামী বছর এশিয়ান কাপে খেলার আর কোনও সম্ভাবনা থাকল না আফগানিস্তান ও কাম্বোডিয়ার।
গ্রুপ ডি-পয়েন্ট টেবল
হংকং: ২ ম্যাচে ৬ পয়েন্ট (গোলপার্থক্য +৪)
ভারত: ২ ম্যাচে ৬ পয়েন্ট (গোলপার্থক্য +৩)
আফগানিস্তান: ২ ম্যাচে ০ পয়েন্ট (গোলপার্থক্য -২)
কাম্বোডিয়া: ২ ম্যাচে ০ পয়েন্ট (গোলপার্থক্য -৫)
গ্রুপের শেষ ম্যাচ
১৪ জুন, মঙ্গলবার
ভারত বনাম হংকং
(রাত সাড়ে ৮টা থেকে)
আফগানিস্তান বনাম কাম্বোডিয়া
( বিকেল ৫টা থেকে)
গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে উঠবে।