দাবায় ভারতের বিষ্ময় বালক প্রজ্ঞানন্দ রমেশবাবু-র ঘরে ঢুকল বড় খেতাব। বিশ্বচ্যাম্পিয়ন তথা দুনিয়ার এক নম্বর দাবাড়ু নরওয়ের মাগনাস কার্লসেন-কে চলতি বছর পরপর দু বার হারিয়ে শোরগোল ফেলে দেওয়া ১৬ বছরের প্রজ্ঞানন্দ নরওয়েতে খেতাব জিতল। গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসেবেই নেমেছিলেন।
ভারতের অপর প্রতিশ্রুতবান দাবাড়ু ভি প্রাণিতকে হারিয়েই খেতাব জয় নিশ্চিত হল প্রজ্ঞানন্দের। এই টুর্নামেন্টে রানার্স হলেন ইজরায়েল মার্সেল এফরোস্কি আর তৃতীয় স্থানে শেষ করলেন সুইডেন জুং মিন সিও।
দেখুন টুইট
GM @rpragchess wins the Norway Chess Open 2022 with 7.5/9!@NorwayChess @ChessKidcom pic.twitter.com/yeV5WWqLu3
— ChessKid India (@ChesskidIndia) June 11, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)