বার্মিংহ্যাম, ৯ জুলাই: টেস্টে হারের জ্বালা কিছুটা হলেও মিটল টিম ইন্ডিয়ার। যে এজবাস্টনে ক দিন আগে হেরে টেস্ট সিরিজ জেতা হয়নি, সেই মাঠেই টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত। শনিবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জোস বাটলারদের ৪৯ রানে হারাল রোহিত শর্মার দল। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে, পরপর দুটো খেলায় বড় ব্যবধানে জিতে একদিকে সিরিজ জয় হল, অন্যদিকে বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া করেছিল ৮ উইকেটে ১৭০ রান।
ওপেন করতে নেমে রোহিত (৩১), ঋষভ পন্থ (১৫ বলে ২৬) ভাল শুরু করলেও তিনে নেমে বিরাট কোহলি (১) ফের ব্যর্থ। গত ম্যাচের হিরো হার্দিক পান্ডিয়া (১২) এদিন ব্যর্থ হন। ভারতকে বড় রানে পৌঁছে দেন রবীন্দ্র জাদেজা (২৯ বলে ৪৬ অপরাজিত)। আরও পড়ুন-'নিষিদ্ধ' রাশিয়ায় জন্ম খেলোয়াড়ই জিতলেন উইম্বলডন, আবর দুনিয়ার স্বপ্নভেঙে চ্যাম্পিয়ন এলিনা রাইবাকিনা
দেখুন টুইট
India take an unassailable 2-0 series lead 🎉
A comprehensive performance in Edgbaston helps them win the second T20I by 49 runs. #ENGvIND | 📝 Scorecard: https://t.co/w0EN9Tmapp pic.twitter.com/gYvQrhHv6r
— ICC (@ICC) July 9, 2022
জবাবে ব্যাট করতে নেমে ৬০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে চলে যায়। অধিনায়ক জোস বাটলার ৪) থেকে জেসন রয় (০), আইপিএলের হিরো ডেভিড মালান (১৯), লিয়াম লিভিংস্টোন (১৫) সবাই ব্যর্থ হন। কিছুটা লড়েন মইন আলি (৩৫), ডেভিড উইলি (৩৩)। ভূবনেশ্বর কুমারের ১৫ রানে তিন উইকেট ও বুমরার ১০ রান দিয়ে ২ উইকেটের স্পেল দুটো ইংল্যান্ডের ইনিংসকে শেষ করে দিল। দারুণ বোলিং করলেন যুজবেন্দ্র চাহাল (১০ রানে ২ উইকেট)। আগামিকাল, রবিবার সিরিজের শেষ ম্যাচটা ভারতের কাছে হোয়াইটওয়াশ করার হয়ে দাঁড়াল।