Wimbledon 2022: 'নিষিদ্ধ' রাশিয়ায় জন্ম খেলোয়াড়ই জিতলেন উইম্বলডন, আবর দুনিয়ার স্বপ্নভেঙে চ্যাম্পিয়ন এলিনা রাইবাকিনা
Elena Rybakina is a GRAND SLAM champion. (Photo Credits: twitter)

লন্ডন, ৯ জুলাই: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় রাশিয়ান খেলোয়াড়দের এবারের উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। রাজনীতির সঙ্গে খেলা জড়িয়ে দেওয়ায় এটিপি-র কাছে বড় শাস্তিও হয় উইম্বলডনের। কিন্তু শেষ অবধি মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতলেন সেই রাশিয়ায় জন্ম নেওয়া খেলোয়াড়ই। শনিবার ফাইনালে তিউনেশিয়ার ওন্স জাবাউরকে হারিয়ে খেতাব জিতলেন কাজাকিস্তানের এলিনা রাইনাকিনা। কাজাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস  গড়লেন এলিনা রাইনাকিনা। আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে প্রথমবার গ্র্যান্ডস্লাম জেতা হল না জাবাউরের।

আরব দুনিয়ার প্রথম মহিলা হিসেবে উইম্বলডন ফাইনালে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিলেন জাবেউর। ফাইনালে প্রথম সেটে রাশিয়ান কাজাক খেলোয়াড় এলিনাকে ৬-৩ হারান জাবেউর। তবে এরপর দারুণভাবে ফিরে এসে ৬-২, ৬-২ পর দুটো সেট জেতে উইম্বডন খেতাব হাতে তোলেন এলিনা রাইনাকিনা। আরও পড়ুন: বিশ্ব গেমসে দুনিয়ার এক নম্বর তিরন্দাজকে হারিয়ে সেমিতে অভিষেক ভর্মা

দেখুন টুইট

২৩ বছরের এলিনা ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার হয়েই খেলতেন। মস্কো জন্ম এলিনা ২০১৮ সালে দেশ ছেড়ে কাজাকাস্তানের হয়ে খেলতে শুরু করেন। ভাগ্য কেমন কথা বলে দেখুন, এখন যদি এলিনা রাশিয়ার হয়ে খেলতেন, তা হলে এবারের উইম্বলডনে তাঁর খেলাই হত না। পুতিনের দেশের যুদ্ধের জন্য উইম্বলডন কর্তৃপক্ষ রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করায় ডানিল মেদভেদভ, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কারেন খাচানোভা-র মত মহাতারকা টেনিস খেলোয়াড়রা এবার উইম্বলডনে খেলতে পারেননি।