Shafali Verma. (Photo Credits:X)

IND W vs SA W, ICC Women's WC Final 2025: মহিলাদের ক্রিকেট প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে রক্ষা করতে হবে ২৯৮ রান। রবিবার নবি মুম্বইয়ে Women's ODI Cricket World Cup 2025-এর ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারতীয় মহিলা দল করল ৭ উইকেটে ২৯৮ রান। অসাধারণ ব্যাটিং করলেন ভারতের তারকা ওপেনার শেফালি ভর্মা (Shafali Verma)। প্রতীকা রাওয়াল চোট পাওয়ায় সেমিফাইনালের ঠিক স্কোয়াডে ঢুকেই প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। আর একেবারে ফাইনালে ম্যাচ জেতানোর মত ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেললেন ২১ বছরের শেফালি। হরিয়ানার তারকা এই ওপেনার এদিন ফাইনালে হাঁকালেন ৭টি বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি। ৬ নম্বরে নেমে দারুণ ইনিংস খেললেন দীপ্তি শর্মা (৫৮ বলে ৫৮)। শেষের দিকে বাংলার রিচা ঘোষের ২৪ বলের ৩৪ রানের ক্যামিও দারুণ কাজে লাগল।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড: ভারত- ২৯৮/৭: শেফালি ৮৭ (৭৮ বলে), স্মৃতি ৪৫ (৫৮), জেমাইমা ২৪ (৩৭), হরমনপ্রীত ২০ (২৯), দীপ্তি ৫৮ (৫৮), আমনজোত ১২ (১৪), রিচা ৩৪ (২৪), রাধা ৩ অপ:, অতিরিক্ত-১৫

শুরুটা দারুণ করেন স্মৃতি মন্ধনা। তবে ৫৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে ম্য়াচের গতির বিরুদ্ধে আউট হয়ে যান স্মৃতি। সেমিফাইনালে অবিশ্বাস্য ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলা জেমাইমা এদিন ২৪ রানে আউট হন। রান পাননি অধিনায়িকা হরমনপ্রীত কৌর (২০)-ও।

এক নজরে স্কোরবোর্ড

ভারতের জয়ের সম্ভাবনা ৫৪:৪৬

বিশেষজ্ঞরা বলছেন, হরমনপ্রীত কৌররা শুরুটা যে ঝড় তুলে করেছিলেন, সেই অনুযায়ী শেষ পর্যন্ত ১৫-২০ রান কম করলেন। যদিও প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন পাওয়ার মত জায়গায় দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এটাও ঠিক দক্ষিণ আফ্রিকা মহিলা দলে এমন কিছু ব্যাটার রয়েছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। লিগের খেলায় বিশাখাপত্তনামে ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে ২৫১ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও এই দক্ষিণ আফ্রিকাই চলতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৯ রানে (প্রথম ম্যাচে) ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গিয়েছিল।

নতনু বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব

ভারত বা দক্ষিণ আফ্রিকা যারাই জিতুক, মহিলাদের বিশ্বকাপে এই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে দুই দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত, সেখানে দক্ষিণ আফ্রিকা হারায় ইংল্যান্ডকে।