India vs Pakistan (Photo Credits: Getty Images)

আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকে এশিয়া কাপে খেলতে নেমেছিল পাকিস্তান। আফগানিস্তানকে উড়িয়ে ব়্য়াঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এশিয়া কাপ নামা বারব আজম,শাহিন আফ্রিদিদের টুর্নামেন্টে ফেভারিট ধরা হচ্ছিল। কিন্তু কোথায় কী! শুধুমাত্র নেপাল আর বাংলাদেশের কাছে জিতে আর ভারত-শ্রীলঙ্কার কাছে পর্যদুস্ত হয়ে সুপার ফোর থেকে মাথানত করে বিদায় নিতে হয়েছে বাবর আজমদের। অন্যদিকে, দুরন্ত খেলে ফাইনালে উঠেছে ভারত।

এর সুবাদে আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮, এশিয়া কাপের ফাইনালে ওঠা রোহিত শর্মার দলের পয়েন্ট সেখানে ১১৬, আর তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১৫। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়া এখন প্রথম দুই নম্বরের মধ্যে আছে। টিম ইন্ডিয়া এখন টেস্টে এক নম্বর ও সীমিত ওভারে দুটি ফর্ম্যাটে দুইয়ে আছে।  আরও পড়ুন-ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের জন্য নেক গার্ড বাধ্যতামূলক করল ক্রিকেট অস্ট্রেলিয়া

দেখুন টুইট

এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানকে টপকে অস্ট্রেলিয়া ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে এক নম্বর স্থানে চলে গিয়েছিল। এবার সুপার ফোর থেকে বিদায়ের পর বাবর আজমরা তিনে নেমে গেলেন। রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে আগামী ২টি ওয়ানডে-র মধ্যে অন্তত একটিতে হারতে হবে।