India Junior Women Hockey Team: ত্রিদেশীয় সিরিজ জিতে ফেরার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে উষ্ণ অভ্যর্থনা পেল মহিলা হকি দল, ভাইরাল ভিডিও
বিমানে অভ্যর্থনা মহিলা হকি দলকে

অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ জিতেছে ভারতের জুনিয়র মহিলা হকি টিম ( India junior women's hockey team)। সেই কারণে তারা উষ্ণ অভ্যর্থনা পেল। তাও আবার বিমানে (flight)। দুর্দান্ত জয়ের পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে দিল্লির এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরেন ভারতের জুনিয়র মহিলা হকি দলের সদস্যরা। তাঁদের বিমানে স্বাগত জানানো হয়। খেলোয়াড়রা ফ্লাইটে বসার পরই পাইলট বিমানে তাঁদের উপস্থিতির কথা ঘোষণা করেন এবং দলকে অভিনন্দন জানান। বিমানে থাকা অন্য যাত্রীরাও তাঁদের হাততালি দিয়ে স্বাগত জানান। এরপর পাইলটের অনুরোধে খেলোয়াড়দের একজন বিমানের মধ্যে জেতা ট্রফি (Trophy) নিয়ে ঘোরেন। সেই সময় যাত্রীরা হাততালি দেন। বিমান সেবিকারা (Cabin Crew) ওই খেলোয়াড়কে সঙ্গে করে ঘোরান। বিমানের পাইলট, "হকি দলকে অভিনন্দন এবং আপনারা আমাদের চলায় আনন্দিত।"

এই পর্বটি একটি ভিডিওতে রেকর্ড করা হয়েছে। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ক্লিপটি ইউটিউব, টুইটারসহ বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে একাধিকবার দেখা হয়েছে। নেটিজেনরা জুনিয়র মহিলা হকি দলের জন্য গর্বিত হয়েছেন। অনেকে অভিনন্দনমূলক বার্তা পোস্ট করেছেন। খেলোয়াড়দের স্বাগত জানানোর জন্য এয়ার ইন্ডিয়ারও প্রশংসা করেছেন অনেকে। আরও পড়ুন: Rajshahi Royals vs Sylhet Thunder, BPL 2019-20 Live Streaming: এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার

৮ ডিসেম্বর প্রতিযোগিতার চতুর্থ ও শেষ ম্যাচে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার কাছে ১-২- গোলে হেরেছিল। তবে তৃতীয় ম্যাচে ভারতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়েছিল। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে সিরিজ জিতে নেয় ভারত।