ভারতের হকি দলের জন্য খারাপ খবর। জাতীয় দলের ৪ খেলোয়াড় করোনাভাইরাস (COVID-19) আক্রান্ত হলেন। বেঙ্গালুরুতে জাতীয় শিবিরের আগে ভারতের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) এবং আরও তিন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এই খবর জানিয়েছে। মনপ্রীত ছাড়াও ডিফেন্ডার সুরেন্দ্র কুমার (Surender Kumar), জসকরণ সিং (Jaskaran Singh) এবং বরুণ কুমারও (Varun Kumar) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-র জারি করা বিবৃতিতে মনপ্রীত বলেছেলে, "আমি এসএআই-র ক্যাম্পাসে আইসোলেশনে রয়েছি এবং এসএআই কর্তৃপক্ষ যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতে আমি খুব খুশি ... আমি ভালো আছি এবং খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠার আশা করছি।" আরও পড়ুন: England’s Tour Of India Postponed: পিছিয়ে গেল ইংল্যান্ড বনাম ভারতের সীমিত ওভারের সিরিজ
একমাসের ছুটি কাটিয়ে বেঙ্গালুরুতে এসএআই-র দক্ষিণ কেন্দ্রে জাতীয় হকি শিবিরে এসেছেন খেলোয়াড়রা। সেখানেই ফিরে আসার পরই তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।