IND vs WI 1st Test: আমেদাবাদ টেস্টের প্রথম দিনেই বোঝা গিয়েছে সাম্প্রতিককালে ভারতে সফরে আসা দুর্বলতম দল রোস্টন চেজের নেতৃত্বে খেলা ক্যারিবিয়ানরা (West Indies Cricket Team)। দুই টেস্টের সিরিজে শুভমন গিলের (Shubman Gill) দলের জয় যে অনায়াসে ২-০ তে আসতে চলেছে তা সিরিজের প্রথম দিনেই পরিষ্কার হয়ে গিয়েছে। এ হেন একপেশে হতে চলা সিরিজের দ্বিতীয় দিনের শুরুতেই প্রথম ইনিংসের লিড নিল টিম ইন্ডিয়া। কেএল রাহুল (KL Rahul) ও শুভমন গিলের জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রানকে ২ উইকেটে টপকে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৫০ রান করে এদিন আউট হয়ে গেলেন গিল। অধিনায়ক রোস্টন চেজের বলে আউট হেলন অধিনায়ক গিল। তৃতীয় উইকেটে ৯৮ রানের পার্টনারশিপ করলেন রাহুল ও গিল। রাহুল টেস্ট ক্রিকেটে তাঁর ১১তম সেঞ্চুরির পথে এগোচ্ছেন, আর অধিনায়ক গিল পাঁচ দিনের ক্রিকেটে তাঁর অষ্টম হাফ সেঞ্চুরিটা করে আউট হলেন। দেশের মাটিতে প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে নেমে ৫০ রান করলেন গিল।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৬২ রানে
গতকাল, টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৬২ রানে, জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯০ রানে ২ উইকেট হারিয়ে ছিল। আউট হয়েছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) ও তিন নম্বরে নামা সাই সুদর্শন (৭)। সেখান থেকে কেএল রাহুল ও অধিনায়ক শুভমন গিল ভাল পার্টনারশিপ শুরু করেন। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ১২১। রাহুল ৫০ ও গিল ১৮ রানে অপরাজিত ছিল।
সিরাজের আগুনে ঝলসে যায় ক্যারিবিয়ান ইনিংস
গতকাল, শুক্রবার আমেদাবাদ টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস মাত্র ১৬২ রানে শেষ হয়েছিল। ৪৪.১ ওভারেই গুঁটিয়ে যায় চেজদের ইনিংস। আনকোড়া ব্যাটিং নিয়ে খেলতে নেমে মহম্মদ সিরাজদের বলের সামনে লজ্জার মুখে পড়ে ক্যারিবিয়ানদের ইনিংস। ইংল্যান্ড সফরের আগুন নিজের দেশের মাটিতে ধরে রেখে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। জসপ্রীত বুমরা ৩টি, কুলদীপ যাদব ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন।