শনিবার এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ ভারত শততম পদক জিতেছে। মাল্টি স্পোর্টস ইভেন্টের ইতিহাসে এই প্রথম ভারত এই মাইলফলক ছুঁয়েছে। পুরুষদের ৪০০ মিটার-টি ৪৭ ইভেন্টে শততম পদক আসে। ভারতের শতকেই সোনা এনে দেন দিলীপ মহাদু গাভিত (Dilip Mahadu Gavit)। ভারতের ১০০টি পদকের তালিকায় রয়েছে ২৬টি সোনা, ২৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ। এর আগে ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত প্যারা গেমসে দেশের সেরা পদক সংখ্যার রেকর্ড ছিল। যেখানে ১৫টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ৩৩টি ব্রোঞ্জসহ মোট ৭২টি পদক লাভ করে। ১০০-এর গণ্ডি টপকে এ বছর এশিয়ান গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটরা নিজেদের দেশের পারফরম্যান্সকে অনুকরণ করেছেন। মাত্র পনেরো দিন আগে এশিয়ান গেমসের ১৯তম আসরে রেকর্ড ১০৭টি পদক জিতেছিল ভারত। Asian Para Games: দিনের প্রথম সোনা! পুরুষদের ৪০০মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জয় দিলীপ মহাদু গাভিতের
🔥💯🥇🥈🥉 What a MOMENTOUS achievement! India has clinched a STUNNING 💯 medals at the #AsianParaGames2022! 🎉🇮🇳
🙌 The dedication, passion, and sheer talent of our para-athletes have us beaming with PRIDE! 🌟🇮🇳
👏 A HUGE shoutout to our incredible athletes, coaches, and the… pic.twitter.com/L1JCrtLVIg
— SAI Media (@Media_SAI) October 28, 2023
এই গর্বের মুহূর্তে প্যারা ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, "এশিয়ান প্যারা গেমসে ১০০ পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এই উল্লেখযোগ্য মাইলফলক আমাদের হৃদয়কে অসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য অ্যাথলিট, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা পুরো সাপোর্ট সিস্টেমকে আমার গভীর প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাই। এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এগুলি মনে করিয়ে দেয় যে, আমাদের যুবসম্প্রদায়ের জন্য কোনও কিছুই অসম্ভব নয়।"
100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.
This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
ভারত এই মুহূর্তে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। শুক্রবার সাঁতারে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন সুয়াংশ নারায়ণ যাদব (Suyansh Narayan Jadhav)। পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই-এস ৭ বিভাগে ৩২.২২ সেকেন্ড সময় নিয়ে জয় তুলে নেন। এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ পুরুষদের লং জাম্প টি-৬৪ বিভাগে ৬.৮০ মিটার লাফ দিয়ে নতুন এশিয়ান ও গেমস রেকর্ড গড়ে ভারতের জন্য ২৫তম সোনা এবং সামগ্রিকভাবে ৯৮তম সোনা জিতেছেন সোলাইরাজ ধর্মরাজ (Solairaj Dharmaraj)। আজ শনিবার অ্যাথলেটিকস, দাবা, রোয়িং-এ জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারতীয় দল।