Team India. (Photo Credits: Twitter)

কলম্বোয় সুপার ফোর-এর ম্যাচে রিজার্ভ ডে-তে পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে দিল ভারত। ওয়ানডে-তে রান সংখ্যার বিচারে এটাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়। দফায় দফায় বৃষ্টি বিঘ্নিত এই মহারণে দু দিন ধরে চলার পর একেবারেই এক তরফা হল ম্যাচ। প্রথমে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২ উইকেটে ৩৫৫ রান। জবাবে পাকিস্তান ৩২ ওভারে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায়। সন্ধ্যার দিকে পাকিস্তানের ইনিংসের ১২তম ওভারে বৃষ্টি নামার সময় আশঙ্কা ছিল, বৃষ্টিতে ম্যাচ ধুয়ে য়াবে। কিন্তু তারপর আশঙ্কা সরিয়ে ম্যাচ শুরু হতেই পাকিস্তানের ইনিংসকে তাসের ঘরের মত ভেঙে ফেলেন কুলদীপ যাদবরা। কুলদীপ ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন।

বুমরা, শার্দুল, সিরাজরা একটি করে উইকেট নেন। পাকিস্তানের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন ফকহর জামান (২৭), আঘা সলমন (২৩), ইফতিকার আহমেদ (২৩) ও বাবর আজম (১০)।

আগামিকাল, মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত।

দেখুন টুইট

রিজার্ভ ডে-তে মাতিয়ে দেন ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি, লোকেশ রাহুল। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন কোহলি ও রাহুল। বৃষ্টি থেমে ম্যাচ শুরু হতে কেমন যেন মিইয়ে গেল পাক বোলিং। আফ্রিদিদের বোলিংকে কার্যত ছেলেখেলা কোহলি-রাহুল কলম্বোয় ঝড় তুললেন। কোহলি, রাহুলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারত করল ২ উইকেটে ৩৫৬ রান। ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এটি যুগ্ম সর্বোচ্চ রান।

২০০৫ সালে বিশাখাপত্তনামে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৫০ ওভারে করেছিল ৯ উইকেটে ৩৫৬ রান। দেশের বাইরে ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করল টিম ইন্ডিয়া।