কলকাতার পর এবার চেন্নাই। টানা দুটো ম্যাচে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শনিবার চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের ২ উইকেটের জয়ে নায়ক তিলক ভর্মা (Tilak Verma)। দলের বাকিদের ব্যর্থতা ঢেকে ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে কার্যত একাই দলকে জেতালেন তিলক। শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের ১৯ বলে ২৬ রানের ইনিংস বেশ কাজে দেয়। সঞ্জু স্যামসন (৯) থেকে সূর্যকুমার যাদব (১২), হার্দিক পান্ডিয়া (৭) থেকে ধ্রুব জুরেল (৪)-রা ব্যর্থ হলেও মেরিনা বিচের শহরে একা তিলকই মাতিয়ে দিলেন। ৫টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি হাঁকানো তিলকের ইনিংসটা ছিল দেখার মত। শেষ ওভারে জিততে হলে টিম ইন্ডিয়াকে করতে হত ৬ রান, হাতে ছিল মাত্র ২টি উইকেট। শেষ ওভারে ইংল্যান্ডের পেসার জেমি ওভারটনের প্রথম বলটা স্কোয়ার লেগে খেলে দু রান নেয় তিলক। এরপরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান ২২ বছরের মুম্বই ইন্ডিয়ন্সের তারকা।
ইংল্যান্ডের ইনিংসে এদিন ভারতের মোট পাঁচজন স্পিনার বল করেন। পাঁছজন স্পিনার মিলিয়ে ৬টি উইকেট নেন। অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। সুন্দর, অভিষেক শর্মা, হার্দিক ও আর্শদীপ ইংল্যান্ডের একজন করে ব্যাটারকে প্য়াভিলিয়নে পাঠান। ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার (৪৫) ছাড়া সেভাবে কোনও স্পেশালিস্ট ব্যাটার খেলতে পারেননি। শেষের দিকে ৯ নম্বরে নেমে ব্র্যাডন কারসে (১৭ বলে ৩১) ভাল ইনিংস খেলে দলের রানকে লড়ার মত জায়গায় নিয়ে যান। শেষ পর্যন্ত অবশ্য তিলক একাই বাজিমাত করলেন।
সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া
2️⃣-0️⃣ 🙌
Tilak Varma finishes in style and #TeamIndia register a 2-wicket win in Chennai! 👌
Scorecard ▶️ https://t.co/6RwYIFWg7i #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/d9jg3O02IB
— BCCI (@BCCI) January 25, 2025
সিরিজের তৃতীয় ম্যাচ রাজকোটে, আগামী মঙ্গলবার। এই ম্যাচে জিতলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ দুটি ম্যাচ পুণে (২৮ জানুয়ারি) ও মুম্বই (২ ফেব্রুয়ারি)।