এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ফের জিতল এবার। সোমবার চেন্নাইয়ে লিগে তাদের চতুর্থ ম্যাচে ভারত ৩-২ গোলে হারাল গতবাবের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে। সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে বুধবার লিগের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। ৬ দলের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি-তে খেলে তিনটি জয়, একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। ভারত হারায় মালয়েশিয়া, চিন ও দক্ষিণ কোরিয়াকে। জাপানের সঙ্গে ড্র করেন হরমনপ্রীতরা। ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত।
কোরিয়ার সঙ্গে সম সংখ্যক পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের বিচারে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। লিগ তালিকায় দুই ও তিনে আছে যথাক্রমে মালয়েশিয়া (৯ পয়েন্ট) ও দক্ষিণ কোরিয়া (৫)। লিগ পর্যায় থেকে প্রথম চারটি দল সেমিফাইনালে খেলবে। এখন পয়েন্ট তালিকায় পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে জাপান (২) ও চিন (১)। জাপান শেষ ম্য়াচে চিনের বিরুদ্ধে নামবে, আর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালয়েশিয়া। আরও পড়ুন- গেইলের পর টি-২০তে দশটা সেঞ্চুরি বাবর আজমের, কোহলি আটকে আটে
দেখুন টুইট
🇮🇳India defeats Korea🇰🇷 to consolidate their position at the 🔝 of the table!
Nilakanta Sharma, Harmanpreet Singh and Mandeep Singh with the goals.#HACT2023 | #Hockey 🏑 pic.twitter.com/ifTFrtRnTq
— The Bridge (@the_bridge_in) August 7, 2023
এদিন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ভারত। ম্যাচের ৬ মিনিটে নীলকণ্ঠ শর্মার গোলে এগিয়ে যায় ভারত। এরপর কিম সুংহিয়ানের গোলে ১২ মিনিটে সমতায় ফের ভারত। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ফল ২-১ করেন হরমনপ্রীত সিং। মনদীপ সিংয়ের গোলে ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। খেলা শেষের মিনিট দুয়েক আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান ইয়াং জিহান।