টি টোয়েন্টি ক্রিকেটে ফের সেঞ্চুরি করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সোমবার পালেকেলেতে লঙ্কা প্রিমিয়র লিগের ম্যাচে গল টাইটান্সের বিরুদ্ধে কলম্বো স্টাইকার্সের জার্সিতে বাবর করলেন ৫৯ বলে ১০৪ রান। নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে নেমে ৫টা ওভার বাউন্ডারি, ৮টা বাউন্ডারিতে চোখধাঁধানো ইনিংস খেললেন পাক অধিনায়ক।
বাবরের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে কলম্বো জিতল সাত উইকেটে। নাসিম শাহ, মহম্মদ নওয়াজ, আইপিএলে সিএসকে-তে খেলা লঙ্কান পেসার মাথিসা পাথিরানার মত বোলারদের দারুণভাবে খেললেন বাবর।
দেখুন পরিসংখ্যান
Most Hundreds in T20 cricket history:
•Chris Gayle - 22
•Babar Azam - 10*
•Virat Kohli - 8
•David Warner - 8
•Aaron Finch - 8
Babar Azam becomes 2nd batter to have scored 10 Hundreds in T20 cricket history! pic.twitter.com/7kNi4I9L8P
— CricketMAN2 (@ImTanujSingh) August 7, 2023
টি টোয়েন্টি ক্রিকেটের ক্রিস গেইলের পর সেঞ্চুরির ডবল ডিজিটে পা দিলেন বাবর। কুড়ি ওভারের ক্রিকেট বাবরের ১০টা সেঞ্চুরি হয়ে গেল। যেখানে ক্রিস গেইলের আছে ২২টি সেঞ্চুরি। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও অ্য়ারন ফিঞ্চের ৮টি করে টি-২০ সেঞ্চুরি আছে। দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাবরের ৩টি সেঞ্চুরি, ৩০টি হাফ সেঞ্চুরি আছে। তাঁর বাকি সাতটা সেঞ্চুরি পাকিস্তান সুপার লিগ সহ বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি টি-২০ লিগে আছে।