রাঁচি, ৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দারুণ জয় ভারতের। ২৭৮ রান ২৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া। মঙ্গলাবর দিল্লিতে শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সাল।
রাঁচিতে এদিন ভারতের জয়ে নায়ক শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণ। তৃতীয় উইকেটে শ্রেয়স-ইশান ১৬১ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। আরও পড়ুন-রাঁচিতে অভিষেক বাংলার শাহবাজের, প্রথম উইকেট নিলেন মালানের (দেখুন ভিডিও)
দেখুন টুইট
Series leveled 1️⃣-1️⃣ 👏🏻👏🏻
A magnificent run-chase by #TeamIndia against South Africa to register a victory by 7️⃣ wickets in Ranchi! 🙌🏻
Scorecard ▶️ https://t.co/6pFItKAJW7 #INDvSA | @mastercardindia pic.twitter.com/cLmQuN9itg
— BCCI (@BCCI) October 9, 2022
৯৩ রানে আউট হন ইশান। ১১১ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৩০ রানে অপরাজিত থেকে শ্রেয়সের সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। বৃথা গেল দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রেজা হেনডরিকস (৭৪) ও আইডেন মাক্ররামে (৭৯)-এর অনবদ্য ইনিংস।