পাকিস্তানকে হারিয়ে পুরুষদের স্কোয়াশে সোনা জিতল ভারত। পুুরষদের দলগত বিভাগে ফাইনালে পাকিস্তানকে ২-১ হারিয়ে সোনা জিতল ভারতীয় স্কোয়াশ দল। হাংঝৌ এশিয়ান গেমসে ভারতকে দশম সোনা এনে দিতে বড় ভূমিকা নিলেন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। শেষ ম্যাচে জিতে সোনা জয়ের নায়ক চেন্নাইয়ের অভয় সিং। ফাইনালের প্রথম ম্যাচে মহেশ মাঙ্গোকারকে হারিয়ে পাকিস্তানকে ১-০ এগিয়ে দিয়েছিলেন নাসির ইকবাল। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মহম্মদ আসিম খানকে ৩-০ হারিয়ে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল। সৌরভ জেতেন ১১-৮, ১১-৩,১১-২।
এরপর সোনা জয়ের নির্ণায়ক ম্যাচে নুর জামানের বিরুদ্ধে পিছিয়ে থেকে দারুণ প্রত্যাবর্তন করে ৭-১১, ১১-৯,১১-৮, ৯-১১,১০-১২ আনেন চেন্নাইয়ে ২৫ বছরের খেলোয়াড় অভয়। ফাইনাল ম্যাচে ওয়াঘা সীমান্তে দুই দেশের মধ্যে দারুণ লড়াই। কোর্টে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও দেখা যায়। তবে শেষ অবধি সৌরভরাই শেষ হাসি হাসলেন। গ্রুপের ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তান। সেমিফাইনালে মালয়েশিয়াকে ২-০ হারিয়ে হারিয়ে ফাইনালে ওঠেন সৌরভরা। সেখানে হংকংকে ২-১ হারিয়ে ফাইনালে উঠেছিল পাকিস্তানের পুুরষ স্কোয়াশ দল। প্রসঙ্গত, স্কোয়াশে পাকিস্তান বরাবর বড় শক্তি। গতকাল, মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল ভারত। মহিলাদের দলগত স্কোয়াশে হংকংকে হারিয়ে সোনা জিতল মালয়েশিয়া। আরও পড়ুন-বাউন্ডারি দেওয়া নিয়ে বাংলাদেশ তারকাদের মধ্যে হাতাহাতি, বাতিল টুর্নামেন্ট, আহত ৬
দেখুন সোনা জেতার পর সৌরভদের উচ্ছ্বাস
Indian men's squash team defeat Pakistan (2-1) in the finals at #AsianGames2023
Abhay Singh from 2 MPs down wins a thriller. Earlier, India had lost a group stage tie against Pak and has now produced a thriller.#AsianGames #Sqaush pic.twitter.com/bLcjUprRKq
— M.Sudharshan (@msudh98) September 30, 2023
এর আগে এশিয়ান গেমসে দিনের প্রথম সোনার পদকটি টেনিসের মিক্সড ডবলস থেকে জেতেন রোহন বোপান্না ও ঋতুজা ভোসলে জুটি। শ্যুটিং, ক্রিকেট, ইকুয়েস্ট্রিয়ান, টেনিসের পর এবার স্কোয়াশ থেকে সোনা জিতল ভারত।
চলতি এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে সাফল্য পাচ্ছেন ভারতীয়রা। নিখাত জারিন, প্রীতি পাওয়ারের পর এবার হাংঝৌ এশিয়াডে পদক নিশ্চিত করে আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জন করলেন লাভলিনা বরগোঁহাই (লাভলীনা বৰগোহাঁই) (অসমীয়া) (Lovlina Borgohain)। এদিন মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে লাভলিনা ৫-০ হারান দক্ষিণ কোরিয়ার সিয়ন সিয়োংকে। বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিক্সে খেলার যোগ্যতা মেলে।
অলিম্পিকে পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক জিতলেন অসমের গোলাঘাটের ২৫ বছরের মেয়ে। প্রসঙ্গত, চলতি বছর দিল্লিতে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন লাভলিনা।