মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট যাত্রা। এদিকে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতে ঢাকার ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিন্তু সেখানেই ঘটে গিয়েছে লজ্জাজনক ঘটনা। সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলার মাঠে সংঘর্ষ, মারামারি ও হুমকির ঘটনা ঘটেছে। ম্যাচ নিয়ে লড়াইয়ে এরই মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে মিরপুর ইনডোর স্টেডিয়ামে পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালে মাঠে দুই দলের সতীর্থদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবার শুরু হয়। গতকাল রাত সাড়ে ১১টায় খেলা শেষে দুই দলের সতীর্থরা আবারও উত্তেজিত হয়ে ওঠেন, যা এক পর্যায়ে বিষয়টি মারামারিতে পরিণত হয়। OGC Nice Footballer threaten to Commit Suicide: নিরাপদে উদ্ধার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টারত মিডফিল্ডার অ্যালেক্সিস বেকা বেকা
দেখুন ভিডিও
Celebrity Cricket League has turned into WWE Royal Rumble. 😂
- 6 people got injured
- Tournament got cancelled before semis
30+ year old male & female adults fighting over boundary & out decision in a ‘friendly’ tournament. 🤣 pic.twitter.com/FOAxEI00rz
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) September 30, 2023
সেখানে প্রযোজক মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন অভিনেত্রী রাজ রিপা। তিনি মিডিয়ার সামনে কান্নাকাটি করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার দাবি করেন। এদিকে দুই গ্রুপের সংঘর্ষে আহতদের ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
Hilarious scenes in Celebrity Cricket League. 😂
A celebrity crying because an umpire didn’t give a boundary which was clearly a four.
Two teams fought badly, 6 people injured in hospital and the tournament is now cancelled!!! pic.twitter.com/brEYCKzIw3
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) September 30, 2023
দীপঙ্কর দীপনের টিম প্লেয়ার অভিনেতা জয় চৌধুরী অভিযোগ করেছেন, প্রযোজক রাজ অভিনেতা মনোজ প্রামনকে হত্যার হুমকি দিয়েছেন। দীপঙ্কর দীপনের দলে অভিনয় করছেন নব্বই দশকের অভিনেতা মনির খান শিমুল। আয়োজকদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তোলেন এই অভিনেতা। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকরা জানিয়েছেন, তারা এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি ও ব্যাখ্যা দেবেন। এদিকে মোস্তফা কামাল রাজ ও তার দলের সবাই মারামারিতে জড়িয়ে পড়ার পরপরই মাঠ ছাড়েন।