INDIA ARE THE SAFF CHAMPIONS AGAIN. (Photo Credits: @IndianFootball Twitter)

বেঙ্গালুরু, ৪ জুলাই: ফুটবলে বড় সাফল্য ভারতের। ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন্সশিপে খেতাব জিতল ভারতীয় ফুটবল দল। মঙ্গলবার বেঙ্গালুরুতে কুয়েতের সঙ্গে নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকার পর, টাইব্রেকারে অনবদ্য খেলে ভারতকে কাপ জেতালেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। এবার নিয়ে মোট ৯বার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত। এদিন ফাইনালে টাইব্রেকারে দুটি সেভ করেন গুরপ্রীত। সেমিফাইনালেও লেবাননের বিরুদ্ধে টাইব্রেকারে সুনীল ছেত্রীদের জিতিয়েছিলেন গুরপ্রীত। কান্তিরাভায় ম্যাচের ১৪ মিনিটে আল খালিদির গোলে পিছিয়ে পড়েছিল ভারত। লাল্লিয়ানজুলা ছাহাঙ্গাতের করা ৩৮ মিনিটের গোলে সমতায় ফেরে ভারত। এরপর বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ভারত। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও ফয়সালা না হওয়ায় ফাইনালের ফয়সালা হয় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম শটেই মিস করে কুয়েত। সেখানে তিনটে শটে গোল করার পর ভারতের উদন্ত দলের চতুর্খ শটটা মিস করে। টাইব্রেকারে কুয়েতের হাজিয়ার শট রুখে দলকে সাফ কাপ জেতান গুরপ্রীত ;দ্য ওয়াল'। আরও পড়ুন-প্রধান নির্বাচক হলেন আগরকর

দেখুন সাফ সাফল্যের খতিয়ান

দেখুন টুইট

গ্রুপ লিগে কুয়েতের কাছে ম্যাচের একেবারে শেষ দিকে গোল হজম করে ড্র করেছিল ভারত। খেতাব জিতে সব আক্ষেপ মিটল সুনীলদের। ক দিন আগেই সুনীলরা লেবাননকে হারিয়ে ইন্টার কন্টিনেটাল কাপ জিতেছিলেন, এবার এল সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির বাইরে লেবানন, কুয়েতের মত দেশ খেলায় এবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতাটা ভারতীয় দলের কাছে আলাদা কৃতিত্বের।

টানা দু বছর সাফে চ্য়াম্পিয়ন হল ভারত।