জল্পনাই সত্য়ি হল। দেশের হয়ে ১৯১টি ওয়ানডে, ২৬টি টেস্ট খেলা প্রাক্তন তারকা ক্রিকেটার অজিত আগরকরকে ভারতীয় ক্রিকেট দলকে প্রধান নির্বাচক হিসেবে ঘোষণা করা হল। গত ফেব্রুয়ারিতে এক স্টিং অপারেশনে আপত্তিজনক কথা বলেন নির্বাচক প্রধানের পদ থেকে চেতন শর্মা। এরপর চেতন শর্মা সরে দাঁড়ানোর পর, নির্বাচক প্রদানের পদটি খালি ছিল। আগরকর সেই পদে আবেদন জানান। আর কয়েকটি আবেদন জমে পড়লেও শেষ অবধি সুবক্তা, ঠান্ডা মাথার আগরকরকেই বেছে নিল বোর্ডের অ্যাডভাইজরি বা পরামর্শদাতা কমিটি। আগরকরের সঙ্গে চার নির্বাচক হিসেবে আছেন শিবসুন্দর দাশ, সলিল আঙ্কোলা, সুব্রত ব্যানার্জি ও এস শরত। আগরকরে বেছে নিল অশোক মালহোত্রা, সুলক্ষ্ণণা নায়েক ও যতীন পারঞ্জপের পরামর্শদাতা কমিটি।
মুম্বইয়ের প্রাক্তন পেসার-অলরাউন্ডার আগরকরই আর ক'মাস পর বিশ্বকাপের দল বাছবেন। তার আগে এশিয়া কাপের দল নির্বাচনের দায়িত্ব ৪৫ বছরের আগরকরের কাঁধে চাপছে। তবে আগরকর অ্যান্ড কোং-য়ের প্রথম কাজ হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টির দল গড়া। দেশের হয়ে টি টোয়েন্টিতে আগরকরের পরিকল্পনা বিরাট কোহলি, রোহিত শর্মা থাকেন কি না সেটাই দেখার।
দেখুন টুইট
Ajit Agarkar appointed as the chief selector of the selection committee of Indian team. pic.twitter.com/LTSLix18Ma
— Johns. (@CricCrazyJohns) July 4, 2023
ক্রিকেটীয় জীবনে আগরকরকে সবাই সচিন তেন্ডুলকরের কাছের ক্রিকেটার হিসেবেই জানতেন। দেশের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেন অজিত আগরকর। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন আগরকর।
টিম ইন্ডিয়া বাছাইয়ের কাজটা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। আইপিএলে খেলে বহু তারকার জন্ম হচ্ছে। কিন্তু আইসিসি ট্রফিতে একেবারেই সাফল্য নেই ভারতের। সামনে দেশের মাটিতে বিশ্বকাপ। সঠিক দল বাছার গুরু দায়িত্ব আগরকরের কাঁধে। ভারতীয় ক্রিকেট এখন প্রতিভা অনেক,