Team India. (Photo Credits: Twitter)

ফ্লোরিডা, ৬ অগাস্ট: মার্কিন মুলুকে আজ, শনিবার টি টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আজ, শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নামছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা বনাম নিকোলাস পুরানদের মধ্যে হওয়া পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সিরিজে ২-১ এগিয়ে থেকে নামছে রোহিত শর্মা-রা। তাই আজ, শনিবার ফ্লোরিডায় জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া।

চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৬৮ রানে। তারপর দ্বিতীয় টি-২০ ম্যাচে ৫ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মঙ্গলবার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ৭ উইকেটে জিতে নিয়ে ২-১ এগিয়ে যায়।

আজ, ফ্লোরিডায় ভারতের সবচেয়ে বড় ভরসা সূর্যকুমার যাদব। তৃতীয় টি টোয়েন্টিতে ৪৪ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে কার্যত একাই জিতিয়ে এনেছিলেন সূর্যকুমার। এক লাফে আইসিসি টি টোয়েন্টি ক্রম তালিকায় দু নম্বরে উঠে যাওয়া সূর্যকুমার আজ বড় ইনিংস খেলল বাবর আজমকে টপকে যেতে পারেন। তবে সূর্য ছাড়াও দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ারা রয়েছেন। তবে ভারতীয় শিবির চাইছে এশিয়া কাপের আগে অধিনায়ক রোহিত শর্মা-র ফর্মে ফেরার জন্য বড় ইনিংস। তৃতীয় ম্যাচে চোট পেয়ে ১১ রানে অবসৃত হয়ে ড্রেসিংরুমে ফেরা রোহিত এখন পুরোপুরি ফিট। এবার তাঁর ব্যাটে বড় রান চাইছে দল--

আসুন জেনে নেওয়া যাক আজকের ম্যাচ নিয়ে জরুরি কিছু তথ্য-

ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, রবীচন্দ্রন অশ্বিন, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ কবে, কখন হবে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ আজ শনিবার, ৬ অগাস্ট আয়োজিত হবে। খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়াড রিজিওন্যাল পার্ক স্টেডিয়ামে।

কটা থেকে শুরু হবে ম্যাচ?

আজ, শনিবার ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। সন্ধ্যা ৭.৩০টায় হবে টস।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখা যাবে?

ভারতীয় সময় রাত আটটা থেকে ম্যাচ সরাসরি ডিডি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের টিভি স্বত্ব কিনেছে দূরদর্শন। তবে, দূরদর্শনের ন্যাশনাল টিভি চ্যানেল মানে ডিডি ওয়াবনে এই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে না।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ

ফ্যান কোড (FanCode) ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্প্রিশন করলে সরাসরি দেখা যাবে খেলা।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য কি রেডিওতে শোনা যাবে?

হ্যাঁ, অবশ্যই রেডিওতেও শুনতে পাবেন ম্যাচ। অল ইন্ডিয়া রেডিওতে ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে। এছাড়াও প্রসার ভারতী স্পোর্টস-র ইউটিউব চ্যানেলেও ওই ধারাভাষ্য সম্প্রচার করা হবে।