মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত ১২২ রানে হারাল ইউএই-কে। টি-২০ ম্যাচে ভারতের ২১৯ রানের জবাবে ইউএই করে মাত্র ৯৭ রান। বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়িকা শেফালি ভর্মা। ১২টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি হাঁকান শেফালি। ওপেনার শ্বেতা শেহরাওয়াত (৪৯ বলে ৭৪), তিনে নেমে বাংলার রিচা ঘোষ (২৯ বলে ৪৯)-ও দারুণ ব্যাটিং করেন। ওপোনিং জুটিতে শেফাতি-শ্বেতা যোগ করেন ৫১ বলে ১১১ রান। এরপর তিনে নেমে বাংলার কিপার-ব্যাটার রিচা ৫টা বাউন্ডারি, দুটি ওভর বাউন্ডারি হাঁকিয়ে করেন ৪৯ রান।
শ্বেতা, শেফালি, রিচাদের বিস্ফোরক ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল করে ৩ উইকেটে ২১৯। জবাবে ব্যাট করতে নেমে ইউএই পুরো ২০ ওভার খেলে ৫ উইকেটে করে ৯৭ রান। টানা দুটি ম্যাচ জিতে গ্রুপ ডি-তে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারতের মেয়েরা। আরও পড়ুন-লাগে টাকা দিচ্ছে আইপিএল! পুরুষ ও মহিলাদের IPL মিলিয়ে বোর্ডের রোজগার ৪৯ হাজার ৩৪১ কোটি টাকা
দেখুন টুইট
End of an incredible innings from Shafali Verma - 78 in just 34 balls with 12 fours and 4 sixes.
A captain's knock by Shafali! pic.twitter.com/iam969zxuz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 16, 2023
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে হারিয়েছিল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে। বুধবার গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নামবেন শেফালি-রিচারা।