IPL 2022 Trophy (Photo credit: Twitter)

মুম্বই, ১৬ জানুয়ারি: পুরুষদের আইপিএলের সম্প্রচার স্বত্ব ৪৮ হাজার ৩৯০ কোটিতে, মহিলাদের ৯৫১ কোটি, আইপিএল একেবারে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠছে বোর্ডের কাছে। সোমবার, মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম ১৮। ম্যাচ পিছু ৭.০৯ কোটি টাকায় মহিলাদের আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনল মুকেশ আম্বানির সংস্থা। বিগ ব্যাশ থেকে সিপিএল, বিপিএল গোটা দুনিয়ায় যত ফ্র্যাঞ্চাইজি লিগ হয় তার মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয় মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব। প্রথম অবশ্যই পুরুষদের আইপিএল। চলতি বছর মার্চে হওযার প্রথম মহিলাদের প্রথম আইপিএল।

পুরুষদের আইপিএলের মিডিয়া স্বত্ব (টিভি ও ডিজিটাল মিলিয়ে) থেকে বোর্ডের আয় হয়েছে ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা।

আগামী পাঁচ বছর পুরুষদের আইপিএলের টিভি স্বত্ব ২৩ হাজার ৫৭৫ কোটিতে কেনে স্টার ইন্ডিয়া, আর ডিজিটাল স্বত্ব কেনে ভায়াকম-১৮ কিনেছিল ১৯ হাজার ৬৮০ কোটি টাকায়। আরও পড়ুন-হারলেন মেসি

দেখুন টুইট

দুই আইপিএল মিলিয়ে বিসিসিআইয়ের রোজগার হচ্ছে মোট ৪৯ হাজার ৩৪১ কোটি টাকা। রিলায়েন্স জানিয়েছে, পুরুষ ও মহিলা- দুটো আইপিএলই বিনামূল্য জিও সিনেমায় বিনামূল্যে দেখানো হবে।