টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে সামনের দিকে তাকিয়ে শুরু হচ্ছে নতুন টিম ইন্ডিয়ার অভিযান। ২০২৪ টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে এখন থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত সিনিয়রদের বাদ দিয়ে তরুণ দল নিয়ে নামছে ভারত। আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২৪ বিশ্বকাপের দিকে অভিযান শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। সামনে প্রতিপক্ষ এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা এশিয়া কাপে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল।
১২ বছর আগে ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই শ্রীলঙ্কা, সেই ওয়াংখেড়ে। মঙ্গলবার হার্দিকের ভারতের অভিযান শুরুটা যেন অনেকটাই প্রতীকী। আরও পড়ুন-বাইশের পর তেইশেও বছরের প্রথম সেঞ্চুরিটা করলেন কনওয়ে
এই টি-২০ সিরিজে ঋতুরাজ গায়কোয়েড় থেকে রাহুল ত্রিপাঠি, শুভম মাভি থেকে বাংলার পেসার মুকেশ কুমারের মত তরুণদের সামনে সুযোগ নিজেদের প্রতিভা প্রমাণের।
তিন ম্যাচের টি-২০ সিরিজের ক্রীড়াসূচি
প্রথম ম্যাচ- মঙ্গলবার, ৩ জানুয়ারি, মুম্বই
দ্বিতীয় ম্যাচ-বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, পুণে
তৃতীয় ম্যাচ- শনিবার, ৭ জানুয়ারি, রাজকোট
(তিনটি ম্যাচই শুরু সন্ধ্যা সাতটা থেকে)
ভারতীয় স্কোয়াড- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরন মালিক, শুভম মাভি, মুকেশ কুমার।
টিভিতে কোথায় দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, স্টার স্পোর্টস ১, ৩ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-সহ নানা চ্যানেলে দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে খেলা।