KL Rahul with teammates (Photo Credits: @BCCI/Twitter)

আগামিকাল, বুধবার থেকে পার্লের বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকা (South Africa) র বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে ভারতীয় দল (Team India)। টেস্ট সিরিজে হারের ধাক্কা কাটিয়ে লোকেশ রাহুলের (Lokesh Rahul) নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। সীমিত ওভারের ক্রিকেট থেকে বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। কিন্তু চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের পরিবর্তে তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্বে দেবেন লোকেশ রাহুল। বিরাট কোহলি চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। জোহানেসবার্গে আয়োজিত সেই টেস্টে হেরে যায় ভারত। তবে এবার নতুন শুরু। ওয়ানডে, টি-টোয়েন্টি-র পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর শুধু ব্যাটস্যান হিসেবে খেলতে নামছেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের সামনে নিজেদের প্রমাণের সুযোগ। ভেঙ্কটেশ আইয়ার থেকে ঋতুরাজ গায়কোয়েড়-নবদীপ সাইনিদের মত নবাগতদের সামনে নিজেদের প্রমাণের মঞ্চ হতে চলেছে এই সিরিজ। পাশাপাশি শিখর ধাওয়ান, রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থদেরও ওয়ানডে দলে থাকার প্রাসঙ্গিকতা প্রমাণের দায় থাকছে। আরও  পড়ুন: কাম্বলির ৫০তম জন্মদিনে কী লিখলেন প্রিয় বন্ধু সচিন

সবার একটাই প্রশ্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিম  ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে। জানাযাচ্ছে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে চলেছেন অধিনায়ক লোকেশ রাহুল। রোহিত শর্মা খেললে যে রাহুলকে চারে নামতে হত। তিনে নামছেন বিরাট কোহলি। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ। এরপর পেসার অলরাউন্ডার হিসেবে ওয়ানডে অভিষেক হওয়া একপ্রকার নিশ্চিত কেকেআর-এর ভেঙ্কটেশ আইয়ারের।

স্পিনার হিসেবে অশ্বিন, চাহালের মত কোনও একজনকে রাখা হতে পারে। চাহালকেই সম্ভবত দেখা যেতে পারে। তিন পেসার হিসেবে বুমরা, ভূবনেশ্বর কুমারের সঙ্গে শার্দুল ঠাকুর বা দীপক চাহারকে দেখা যেতে পারে। তবে তিন পেসার, এক স্পিনার খেললে ভেঙ্কটেশ আইয়ারকে দশ ওভার বল করাতেই হবে। সেই ঝুঁকি রাহুলরা নিতে চাইবেন কি না সেটা দেখার। সেক্ষেত্রে শ্রেয়স সূর্যের মধ্যে একজনকে খেলিয়ে দুই স্পিনারে যেতে পারে টিম ইন্ডিয়া। সব কিছুই নির্ভর করবে ম্যাচ শুরুর আগে পিচ ও আবহাওয়ার নির্ভর।

অন্যদিকে, এবি ডেভিলিয়ার্স, ফাফ দুপ্লেসি-র অবসরের পর একেবারে নতুন দল নিয়ে নেমে টেস্ট সিরিজে জয় পেয়ে চনমনে হয়ে ভারতের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা-র নেতৃত্বে খেলতে নামা প্রোটিয়া দলের শক্তি দলের বোলিং। এনগেদে লুঙ্গি, কাগিসো রাবাদা-র মত পেসারদের সঙ্গে থাকছেন কেশব মহারাজ, তাবরিজ শামসির মত স্পিনার। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাকিয়ে থাকবে কুইন্টন ডি কক, আইডেন মাক্ররাম, ডেভিড মিলার, ও অধিনায়ক বাভুমার ওপর।

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আয়ার, রবীচন্দ্রন অশ্বিন/যুজবেন্দ্র চাহাল, শাদুর্লু ঠাকুর/দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা।

কখন থেকে শুরু হবে ম্যাচ- ভারতীয় সময় দুপুর ২টো থেকে সরাসরি দেখা যাবে খেলা।

টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা-সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। সোনি সিক্স ও সোনি টেনের এসডি ও এইচডি-র মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে।

অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা- অনলাইনে দেখতে চাইলে সোনি লিভ অ্যাপ ইনস্টল করে সরাসরি খেলা দেখুন।