Memorable Win at Oval. (Photo Credits:X@BCCI)

IND vs  SA 2nd Test: গুয়াহাটি টেস্টের (Guwahati Test) চতুর্থ দিনে আরও ভাল জায়গায় চলে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৫০ রানের লিড পেয়ে গেল প্রোটিয়ারা, এখনও হাতে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৭৫ রান ছাড়িয়ে গেল। সিরিজ তো দূরের কথা ম্যাচ বাঁচানো এখান থেকে বেশ কঠিন ঋষভ পন্থদের। দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও তা সামলে নেন দুই প্রোটিয়া ব্যাটার ক্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি।

পরিকল্পনাহীন ক্রিকেট পন্থদের

ছন্নছাড়া বোলিংয়ের সঙ্গে পরিকল্পনাহীন ক্রিকেট খেলছে ঋষভ পন্থের দল। দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে ইনিংসের প্রথম ৩৮ ওভারের মধ্য়ে মাত্র ১ ওভার বল করলেন। ৫০০ রানের লিড নিশ্চিত করে ডিক্লেয়ার করতে পারে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে ম্যাচ ড্র করতে হলে ১২০-১৩০ ওভার ব্যাট করতে হতে পারে পন্থদের।

জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

এদিন খেলার শুরুতেই রায়ান রিকেলটন (৩৫)-কে আউট করেন জাদেজা। ১০ ওভার বাদে অপর প্রোটিয়া ওপেনার আইডেন মার্করাম (২৯)-কে বোল্ড করে দেন জাদেজা। কিছুক্ষণ পরেই অধিনায়ক বাভুমা (৩)-কে ফিরিয়ে আশা জাগান ওয়াশিংটন সুন্দর। কিন্তু এরপর চতুর্থ উইকেটে খেলতে থাকেন স্টাবস ও জর্জি।