IND vs PAK Dream11 Team Prediction: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কেমন  সাজাতে পারেন ড্রিম ১১
India vs Pakistan (Photo Credits: Getty Images)

দুবাই, ২৩ অক্টোবর: টি টোয়ন্টি বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-র সবচেয়ে হাইপ্রোফাইল ম্যাচ ভারত (India)-পাকিস্তান (Pakistan) নিয়ে এখন ক্রিকেট বিশ্ব উত্তেজনায় ফুটছে। সুপার সানডে-তে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে বিরাট কোহলি বনাম বাবর আজম ব্রিগেডের লড়াই। খাতায় কলমে ভারত এগিয়ে থেকেই এই ম্যাচে নামছে। ফর্মের বিচারেও এগিয়ে বিরাট কোহলিরা। ইতিহাস বলছে, ভারত কখনও পাকিস্তানের কাছে বিশ্বকাপে হারে না। পাকিস্তানের কাছে সুযোগ ইতিহাসকে ভুল প্রমাণ করার। কিন্তু পাকিস্তানের সমস্যা হল দলের অনেকেই সেভাবে ফর্মে নেই। অন্যদিকে, সংযুক্ত আরবআমিরশাহিতে (UAE)-ই ক দিন আগে সদ্য আইপিএল খেলে ওঠা ভারতীয় ক্রিকেটাররা বেশ চনমনে। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা থেকে জশপ্রীত বুমরা, মহম্মদ শামি সবাই ফর্মে আছেন।

ম্যাচ উইনারের সংখ্যার বিচারেও ভারত এগিয়ে থাকছে। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব ভারতের এক্স ফ্যাক্টার। সেখানে পাকিস্তানের এক্স ফ্যাক্টার মহম্মদ হাফিজ। বিরাট কোহলি বনাম বাবর আজমের দ্বৈরথটা দেখার মত থাকছে। ব্যাটিং শক্তির নিরিখে এগিয়ে ভারত। পাকিস্তানের ব্যাটিং মূলত বাবর আজম ও মহম্মদ হাফিজের ওপর নির্ভরশীল। সেখানে ভারতের রোহিত শর্মা থেকে লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব থেকে শেষের দিকে রবীন্দ্র জাদেজার ওপর দাঁড়িয়ে। ভারতের বোলিংও পাকিস্তানের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। শামি থেকে বুমরা-ভূবি, অশ্বিন-বরুণ-চাহার। ভারতের বোলিংলাইনআপ বেশ ভরসার। আরও পড়ুন: আইপিএল-র দল কিনতে আগ্রহী বলিউডের হেভিওয়েট দম্পতি রণবীর-দীপিকা

তবে অলরাউন্ডার সংখ্যায় পাকিস্তান কিছুটা হলেও এগিয়ে। হার্দিক পান্ডিয়া বল না করার বিষয়টা ভারতকে চাপে রাখবে। শোয়েব মালিক থেকে মহম্মদ হাফিজ, ইমাদ পাকিস্তানে বেশ কয়েকজন ভাল অলরাউন্ডার আছে। তবে সামগ্রিকভাবে অনেকটাই এগিয়ে ভারত।

এবার দেখে নিন টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান সুপার ১২-র এই গ্রুপ ম্যাচে ড্রিম ইলেভন কেমন সাজাতে পারেন--

IND vs PAK Super 12 Match of ICC T20 World Cup 2021, Dream11 Team Prediction: রোহিত শর্মা (ভারত), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), সূর্যকুমার যাদব (ভারত), ফকহর জমান (পাকিস্তান), রবীন্দ্র জাদেজা (ভারত), মহম্মদ হাফিজ (পাকিস্তান), জশপ্রীত বুমরা (ভারত), হাসান আলি (পাকিস্তান), মহম্মদ শামি (ভারত)

রোহিত শর্মা-কে অধিনায়ক বাছতে পারেন, ফকহর জামনকে সহ অধিনায়ক রাখতে পারেন।