ভাইজাগ ওয়ানডে-তে টিম ইন্ডিয়াকে একেবারে ধরাশায়ী করল অস্ট্রেলিয়া। রবিবার দ্বিতীয় ওয়ানডে-তে টিম ইন্ডিয়াকে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল আউট করার পর, রান তাড়া করতে নেমে মাত্র ১১ ওভারে বিনা উইকেটেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল অজিরা। অস্ট্রেলিয়ার দুই ওপেনারই দুরন্ত অপরাজিত হাফ সেঞ্চুরি করলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১। বুধবার তৃতীয় ওয়ানডে ম্যাচ চেন্নাইয়ে সিরিজের ফয়সালা হবে।
ভাইজাগে ৫৩ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন অজি পেসার মিচেল স্টার্ক। রান তাড়া করতে নেমে মিচেল মার্শ ৬৬ ও ট্রাভিস হেড ৫১ রানে অপরাজিত থাকলেন। বিরাট কোহলি (৩১) ও অক্ষর প্য়াটেল (২৯ অপরাজিত) কিছুটা ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার খেলতে পারেননি। শুবমন গিল ও সূর্যকুমার যাদব- দু'জনে শূন্য রানে আউট হন। আরও পড়ুন-বাংলা সহ আইপিএলে স্টারের ধারাভাষ্যকার তালিকায় আছেন যারা
দেখুন টুইট
WHAT. A. PERFORMANCE 👊
Australia level the ODI series after a comfortable victory in Visakhapatnam! #INDvAUS | 📝 Scorecard: https://t.co/5ISBBNMhiZ pic.twitter.com/WXwrt4FXzl
— ICC (@ICC) March 19, 2023
মুম্বইয়ের মত প্রথম বলে শূন্য রানে আউট হন সূর্য। রোহিত শর্মা (১৩), লোকেশ রাহুল (৯), হার্দিক পান্ডিয়া (১)-রাও অজি স্যুইং বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন।
রবিবার বিশাখাপত্তনমের ওয়াইএস রাজা রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত। অক্ষর প্যাটেল ২৯ রান করে অপরাজিত থাকেন। এদিকে, প্রথম ওভারের শুরুতেই মিচেল স্টার্ক আঘাত হানেন এবং শুভমান গিলকে দুই বলে শূন্য রানে ফিরিয়ে দেন। এরপর পঞ্চম ওভারে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে আউট করেন এই পেসার। নবম ওভারে লোকেশ রাহুলকেও আউট করেন স্টার্ক। শন অ্যাবট হার্দিক পাণ্ড্যকে ফিরিয়ে দেন। এদিকে, নাথান এলিস ১৬তম ওভারে বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
এরপর ২০-তম ওভারে রবীন্দ্র জাদেজার উইকেট নেন তিনি। এরপর অ্যাবট আরও একবার জোড়া আঘাত হানেন ২৫তম (একই) ওভারে মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবকে আউট করে। এরপর ২৬তম ওভারে ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটিয়ে নিজের পঞ্চম উইকেটের জন্য সিরাজকে আউট করেন স্টার্ক।