চলতি বিশ্বকাপে ভারতের প্রথম হার। (Photo Credits: Getty Images)

এজবাস্টন, ৩০ জুন: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2019) প্রথমবার হারের স্বাদ পেল ভারত (Team India)। ৬ টা ম্যাচ অপরাজিত থাকার পর সপ্তম ম্যাচে এসে থামল বিরাট কোহলি (Virat Kohli)-দের বিজয়রথ। আয়োজক দেশ ইংল্যান্ডের কাছে সব বিভাগে হারল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (Rohit Sharma) -র দুরন্ত সেঞ্চুরি, বিরাট কোহলির হাফ সেঞ্চুরির পরেও ইংল্যান্ডের ৩৩৭ রান তাড়া করতে পারল না ভারত। ৩০৬ রান তুলে কোহলিদের চ্যালেঞ্জ তামে।

কোহলিদের ৩১ রানে হারিয়ে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল ইংল্যান্ড (৮ ম্যাচে ১০ পয়েন্ট)। এই জয়ের সুবাদে পাকিস্তানকে (৮ ম্যাচে ৯ পয়েন্ট) টপকে ইংল্যান্ড পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়ল। শেষ ম্যাচে কিউইদের হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইয়ন মরগ্যানের দলের। আরও পড়ুন-নাটকীয় ম্যাচে কোনও রকমে জিতে চারে উঠে সেমির লড়াইয়ে থাকল পাকিস্তান, চিন্তা বাড়ল সাকিবদের

কমলা জার্সিতে নামা কোহলিদের খেলা দেখে আজ অচেনা লাগল। প্রথম বল থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয়-জনি বেয়ারস্টো শুরুতেই ভারতীয়দের ব্যাকফুটে তুলে দেন। প্রথম উইকেটে রয়- বেয়ারস্টো করেন ১৩৩ বলে ১৬০ রান। রয় (৫৭ বলে ৬৬) আউটের পরেও বেয়ারস্টো দারুণ খেলতে থাকেন। জো রুটকে নিয়ে বেয়ারস্টো সেঞ্চুরি পূর্ণ করেন। বেয়ারস্টো-র আউটের পর ইংল্যান্ডের স্কোরকে দারুণ জায়গায় নিয়ে যান বেন স্টোকস। ৫৪ বলে ৭৯ রানের খেলে ইংল্যান্ডের স্কোরকে ৩৩৭-এ নিয়ে যেতে সাহায্য করেন স্টোকস। শামি ৬৯ রান দিয়ে পান ৫টি উইকেট। চাহাল লজ্জার রেকর্ড গড়েন।

১০ ওভারে কোনও উইকেট না দিয়ে চাহাল দেন ৮৮ রান। যা বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় বোলরাদের দেওয়া সবচেয়ে বেশি রান। এতদিন যে লজ্জার রেকর্ডটা ছিল জাভাগাল শ্রীকান্তের (১০ ওভারে ৮৭) দখলে।

রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন লোকেশ রাহুল। এরপর রোহিত শর্মা-বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কোহলি বিশ্বকাপে পরপর পাঁচটা হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। তবে আরও একবার সেটা সেঞ্চুরিতে পরিণত করতে পারলেন না ভারত অধিনায়ক। কোহলি ৬৬ রানে আউট হওয়ার পর রোহিত শর্মা আরও একবার সেঞ্চুরি করেন। চলতি বিশ্বকাপে তাঁর তৃতীয় সেঞ্চুরিটা পূর্ণ করেন রোহিত। তবে সেঞ্চুরির পরেই আউট হয়ে যান ভারতের সহ অধিনায়ক (১০২)।

বিজয় শঙ্করের জায়গায় দলে এসে প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমে ঋষভ পন্থ করলেন ২৯ বলে ৩২ রান। হার্দিকা পান্ডিয়া (৩৩ বলে ৪৫), এমএস ধোনি (৩১ বলে ৪২) শেষের দিকে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ২ জুলাই, বাংলাদেশকে হারাতে পারলে বিরাট কোহলিদের সেমিফাইনালে ওঠা সম্পূর্ণ নিশ্চিত হবে। এখনও কিন্তু কোহলিদের সেমিফাইনাল ওঠা সম্পূর্ণ নিশ্চিত নয়।