ভুবনেশ্বর কুমার। (Photo Credits: Getty)

ম্যানচেস্টার, ১৭ জুন: ম্যানচেস্টারে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর চলতি বিশ্বকাপ (ICC World Cup 2019) এখন সাফল্যের সপ্তম স্বর্গে ভারতীয় দল (Team India)। রাউন্ড রবীন লিগের কঠিন চারটে ম্যাচে সাত পয়েন্ট পেয়ে সেমিফাইনালে ওঠার কাছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ছাড়া টিম ইন্ডিয়ার বাকি চারটে ম্যাচ খাতায় কলমে খুব বেশি কঠিন নয়। কিন্তু এমন একটা সময় ফের চোট ধাক্কা খেল ভারত। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) পর এবার হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সামনের কটা ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।

পাকিস্তান ম্যাচে চোট পাওয়া ভুবি ভারতের আগামী ২-৩টি ম্যাচে খেলতে পারবেন না। যদিও বিরাট কোহলি জানিয়েছেন, পা পিছলে যাওয়া চোট পাওয়া ভুবির চোট তেমন গুরুতর নয়। বিশ্রাম দিতে ভুবিকে আগামী দুটি ম্যাচে খেলানো হবে না। বড়জোড় তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভুবি। ফলে বিরাট কোহলিদের প্রথম একাদশে দেখা যেতে পারে বাংলার পেসার মহম্মদ শামিকে। ভুবিকে ৩০ জুন, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ফিট করার চেষ্টা চলছে। পাকিস্তান ম্য়াচের পর সেটাই হবে টিম ইন্ডিয়ার তৃতীয় ম্যাচ। আরও পড়ুন- ভারত-পাকিস্তান ম্যাচের মাঝে হাই তুললেন অধিনায়ক সরফরাজ আহমেদ, লজ্জার হারের মাঝে পড়ল ফোড়ন (দেখুন এই নিয়ে হাস্যকর সব মিম)

 

ভারতের পরবর্তী ম্যাচ শনিবার, আফগানিস্তানের বিরুদ্ধে। খাতায় কলমে অপেক্ষাকৃত এই সহজ ম্যাচে বুমরা-শামি জুটি এবার তাস হতে চলেছে কোহলির দলের। আফগানদের বিরুদ্ধে খেলার পর টিম ইন্ডিয়া রাউন্ড রবীন লিগে তাদের ষষ্ঠ ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২৭ জুন। এই দুটি ম্যাচে জিতলেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে ভারতের। তাই প্রথম চার ম্যাচে দারুণভাবে চলা বিজয়রথের গতি থামতে দিতে চান না কোহলি। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান-তিনটি ম্যাচেই বড় জয় এলেও এখনও কিছু খামতি থেকে গিয়েছে বলে মনে করছে ভারতীয় শিবির। সে সব শুধরে নিতেই আগামী ম্যাচগুলোতে ঝাঁপাচ্ছে ভারত। দলের মধ্যে যাতে আত্মতুষ্টি চেপে না বসে তা নিয়ে সতর্ক কোচ রবী শাস্ত্রী।