প্রথম বিশ্বকাপেই বাজিমাত। আইসিসি মহিলাদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC Under 19 Women's T20 World Cup) প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে আইসিসি-র প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। আর প্রথমবার মেয়েদের বিশ্বকাপে বাজিমাত করল ভারতের অনুর্ধ্ব ১৯ মহিলা দল। রবিবার পোচুস্ট্রুমে ফাইনালে ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানে অল আউট করে, শেফালি ভর্মার নেতৃত্বে নামা ভারতের মেয়েরা জিতল ৭ উইকেটে। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ মহিলা দল। ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকলেও, অনুর্ধ্ব ১৯ দল বিশ্বসেরা হল। আইপিএল চালু হওয়ার পর ভারতের মহিলা ক্রিকেটে এল ফের বড় সুখবর।
ফাইনালে দুরন্ত বোলিং করেন চুঁচুড়ার ১৮ বছরের পেসার তিতাস সাধু। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন সাধু। সঙ্গে অর্চনা দেবী, পারশেভি চোপড়া-রা দুটি করে উইকেট নেন। মাত্র ৪৩ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ডের অনুর্ধ্ব ১৯ মহিলা দল। সেখান থেকে ১৭.১ ওভারে ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। আরও পড়ুন-অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জকোভিচ
অভিনন্দন ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল
𝗖.𝗛.𝗔.𝗠.𝗣.𝗜.𝗢.𝗡.𝗦! 🏆🎉
Meet the winners of the inaugural #U19T20WorldCup
INDIA 🇮🇳 #TeamIndia pic.twitter.com/ljtScy6MXb
— BCCI Women (@BCCIWomen) January 29, 2023
দেখুন টুইট
Congratulations to Shefali Verma and her team for winning the #U19T20WorldCup for the country 🏆 pic.twitter.com/kGWfupGCKF
— Dr.Anurag (@let_me_say1) January 29, 2023
জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। অধিনায়িকা শেফালি ভর্মা (১৫) ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্বেতা শেরওয়াত (৫) দ্রুত ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে সৌমা তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা ৪৬ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। জয় থেকে মাত্র দু রান আগে আউট হয়ে যান তৃষা (২৪)। শেষ অবধি হৃষিতা বসুকে নিয়ে দলকে ফাইবাে জেতান সৌমা ( ২৪ অপরাজিত)।
ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর রায়ানা ম্যাকডোনাল্ড গে (১৯)-র। মাত্র চারজন দু অঙ্কের রান করেন। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা।
এখন ছেলে ও মেয়ে দুটোরই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত।