আইসিসি-র ওয়েবসাইটের মারাত্মক ভুল। যেখানে দুপুর দেড়টা থেকে চারটে পর্যন্ত বলা হল টেস্টে সিংহাসনে ফিরল ভারত। পরে তালিকা ঠিক করে নেওয়া হল। বিকেল সাড়ে চারটে থেকে ওয়েবসাইটে আপডেটেড তালিকায় দেখা গেল আইসিসি টেস্ট ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ( ১২৬ পয়েন্ট), ভারত (১১৫ পয়েন্ট) দু নম্বরে। তিনে আছে ইংল্যান্ড (১০৭ পয়েন্ট)। চার, পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১০২), নিউ জিল্যান্ড (৯৯) ও পাকিস্তান। বাংলাদেশ আছে ৯ নম্বরে।
বাংলাদেশের মাটিতে গত ডিসেম্বরে ২-০ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। অন্যদিকে, অস্ট্রেলিয়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ জিতেছিল। আগামী মাসে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফিতে রোহিতরা নামবেন আইসিসি ব়্য়াঙ্কিংয়ে দু নম্বর দল হিসেবে আর প্যাট কামিন্সরা শীর্ষে থেকে। আরও পড়ুন-কিউই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার, পরিবর্তে রজত পাতিদার
দেখুন টুইট
ICC Test Ranking on 17th January.
8am IST - Australia No.1 Ranked team.
1.30pm IST - India No.1 Ranked team.
4pm IST - Australia No.1 Ranked team.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 17, 2023
টেস্টে দু য়ে থাকলেও আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে ভারত। নিউ জিল্যান্ডের মাটিতে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার সুবাদে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলা ভারত আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে শীর্ষে উঠে এল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (২৬৬)-কে দুই নম্বরে ঠেলে হার্দিকের ভারত (২৬৭ পয়েন্ট) এখন সবার আগে। তিনে আছে পাকিস্তান (২৫৮)