Shreyas Iyer. (Photo Credits: BCCI)

আগামিকাল, বুধবার হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত (Team India)। সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। পিঠে চোটের কারণে কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কেকেআর অধিনায়কের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হল রজত পাতিদারকে। লঙ্কা সিরিজে রান না পেলেও ওয়ানডে-তে অবিশ্বাস্য ফর্মে আছেন শ্রেয়স। টি-২০-তে এখন বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে শ্রেয়সের কারণে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে।

কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে ছিটকে গেলেন কেকেআর অধিনায়ক। কারণ আর ক মাস পরেই দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে নিজের স্থান মজবুত করার মঞ্চ হিসেবে নিউ জিল্যান্ড সিরিজকে কাজে লাগানোর সুযোগ পেতে পারতেন শ্রেয়স আইয়ার। এবার কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রথম একাদশে সূর্যকুমার যাদবের স্থান পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই। আরও পড়ুন-বুধবার থেকে শুরু ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ, জানুন সূচি, স্কোয়াড, কোথায় দেখা যাবে খেলা

লোকেশ রাহুল, অক্ষর প্য়াটেল আসন্ন কিউই সিরিজে বিয়ের কারণে খেলতে পারছেন না। ফলে উইকেটকিপার হিসেবে ইষাণ কিষাণ, স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ এসে যাচ্ছে।

দেখুন টুইট

প্রথম ওয়ানডে-তে ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, মহম্মদ সামি, উমরন মালিক, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

(রিজার্ভ বেঞ্চে-ওয়াশিংটন সুন্দর, রজত পাতিদার, শ্রীকর ভরত, মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ)