Team India.(Photo Credits; Twitter)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ টি-২০ সিরিজ এবং ৩-০ ওয়ানডে সিরিজ জেতার পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে নামছে টিম ইন্ডিয়া। বুধবার হায়দরাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নামছে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স করে ৩-০ সিরিজ জেতার ছন্দটা কিউইদের বিরুদ্ধে ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি স্বপ্নের ফর্মে আছে। গত চারটে ওয়ানডে ইনিংসের মধ্যে তিনটতেই সেঞ্চুরি করেছেন বিরাট।

লঙ্কানদের থেকে কিউই দলে ভারসাম্য বেশী। বিশেষজ্ঞরা ভারতকে এগিয়ে রাখলেও, কিউইদের বিরুদ্ধে লড়াই হবে বলে মনে করা হচ্ছে। কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় পেসারদের পরীক্ষা। আরও পড়ুন-ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুপারস্টার জুনিয়র এনটিআর(দেখুন ছবি)

শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দরের সামনেও নিজেদের প্রমাণের সুযোগ। বিয়ে করতে চলেছেন বলে লোকেশ রাহুল কিউইদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবেন না। রাহুলের জায়গায় ওয়ানডে সিরিজে খেলা নিশ্চিত ইষাণ কিষাণের। আবার বিয়ে করছেন বলে রাহুলের মত অক্ষর প্য়াটেল খেলতে পারছেন না। ফলে ওয়াশিংটন সুন্দরের সামনে সুযোগ এসে যাচ্ছে নিজেকে প্রমাণের।

ওয়ানডে সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ: ১৮ জানুয়ারি, হায়দরাবাদ

দ্বিতীয় ম্যাচ: ২১ জানুয়ারি, রায়পুর

তৃতীয় ম্যাচ: ২৪ জানুয়ারি, ইন্দোর

(তিনটি ম্যাচই শুরু দুপুর দেড়টায়)

ভারতের ১৬ জনের ওয়ানডে স্কোয়াড-

ব্যাটার (৫) : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব।

উইকেটকিপার (২): ইশান কিষাণ, শ্রীকর ভরত।

অলরাউন্ডার (৩): হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।

পেসার (৪): মহম্মদ সামি, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমরন মালিক,।

স্পিনার (২): কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

(ব্যক্তিগত কারণে নেই লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল। চোটের কারণে নেই জশপ্রীত বুমরা)

ভারত- নিউ জিল্যান্ড টি-২০ সিরিজের ক্রীড়াসূচি

প্রথম ম্যাচ: ২৭ জানুয়ারি, রাঁচি

দ্বিতীয় ম্যাচ: ২৯ জানুয়ারি, লখনৌ

তৃতীয় ম্যাচ: ১ ফেব্রুয়ারি, আমেদাবাদ

ভারতের ১৫ জনের টি-২০ স্কোয়াড

ব্যাটার (৬)- পৃথ্বী শ, ঋতুরাজ গায়কোয়েড়, ঋতুরাজ গায়কোয়েড়, সূর্যকুমার যাদব, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি।

অলরাউন্ডার (৪): হার্দিক পান্ডিয়া, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি।

উইকেটকিপার (২): ইশান কিষাণ, জিতেশ শর্মা।

পেসার (৩): আর্শদীপ সিং, উমরন মালিক, মুকেশ কুমার

স্পিনার (২): যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব

(বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিদের মত সিনিয়রদের বিশ্রামে)

ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ টিভিতে কোথায় দেখা যাবে

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ১ ও ৩, স্টার সিলেক্ট এইচডি চ্যানেলে সম্প্রচার করা হবে খেলা।

ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ অনলাইনে কোথায় দেখা যাবে

ডিজনি+স্টার অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।