মহিলাদের টি-২০ক্রিকেটে বর্ষসেরা একাদশ (ICC Women's T20 team of the year in 2022) ঘোষণা করল আইসিসি। এবার আইসিসি-র টি২০বর্ষসেরা মহিলা একাদশে ভারতীয়দের দাপটে। গত তিন বছরের মত এবারও বর্ষসেরা একাদশে থাকলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। মহিলাদের ক্রিকেটে দাপট দেখানো অস্ট্রেলিয়ার থেকেও ভারতীয়রা বেশী জায়গা পেয়েছেন আইসিসি-র বর্ষসেরা দলে। তবে ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর ঠাঁই পাননি।
ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে এই বর্ষসেরা একাদশে আছেন বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ, স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মা ও হিমাচলপ্রদেশের ২৬ বছরের পেসার রেনুকা সিং। বর্ষসেরা দলের নেতৃত্বে কিউই ক্রিকেটার সোফি ডেভিনে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার বেথ মুনি, তাহিলা ম্যাকগ্রা এবং অ্যাশ গার্ডনার আছেন এই বর্ষসেরা দলে। আরও পড়ুন-শ্রীলঙ্কাকে ৫৯ রানে অল আউট করে জয় ভারতের
পাকিস্তানের তারকা নিদা দা-র, ইংল্যান্ডের স্পিনার সোফি একেলস্টন ও শ্রীলঙ্কার ইনোকা রানাউইরা আছেন বর্ষসেরা দলে। ভারতের চার, অস্ট্রেলিয়ার তিন ও নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটারকে বর্ষসেরা দলে রাখা হয়েছে। কমনওয়েলথ গেমসে টি-২০ ক্রিকেটে রুপো ও ইংল্যান্ডে গিয়ে সীমিত ওভারের সিরিজ জিতে ইতিহাস গড়েন ভারতীয় মহিলারা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের কাউকে বর্ষসেরা একাদশে জায়গা দেয়নি আইসিসি
মহিলাদের টি-২০ বর্ষসেরা একাদশ: স্মৃতি মন্ধনা (ভারত), বেথ মুনি (অস্ট্রেলিয়া), সোফি ডেভিনে (নিউ জিল্যান্ড, অধিনায়িকা), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), তাহিলা ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), নিদা দার (পাকিস্তান), দীপ্তি শর্মা (ভারত), রিচা ঘোষ (ভারত), সোফি একেলেস্টন (ইংল্যান্ড), ইনোকা রানাউইরা (শ্রীলঙ্কা), রেনুকা সিং (ভারত)