ভারতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করলেন বিসিসিআই সচিব জয় শাহ, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন এবং আইসিসি সিইও জিওফ অ্যালর্ডিস। মুম্বইয়ে পাঁচতারা হোটেল সেন্ট রেজিসে ঘোষণা হল বিশ্বকাপের বহু প্রতীক্ষিত এই সূচির। বিশ্বকাপের জন্য বেছে নেওয়া ১০টি ভেনু হল – ধর্মশালা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, কলকাতা, লখনউ, গুয়াহাটি, পুনে ও হায়দরাবাদ। ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে প্রথমবার কাপ হাতে তুলেছিল ইংল্যান্ড। আগামী ৫ অক্টোবর দুই দলের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপ।
GET YOUR CALENDARS READY! 🗓️🏆
The ICC Men's @cricketworldcup 2023 schedule is out now ⬇️#CWC23https://t.co/j62Erj3d2c— ICC (@ICC) June 27, 2023
পাক দলের আপত্তি স্বত্তেও বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইতে রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam) দলের মধ্যে বাইশ গজের লড়াই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi Stadium) আয়োজিত হতে চলেছে এবং প্রত্যাশা মতই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালও হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।তবে দুটি সেমি ফাইনাল আয়োজিত হবে ক্রিকেটের নন্দন কানন কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২৭ বছর আগে শেষ বিশ্বকাপের ম্যাচ হয়েছিল ইডেনে। এ বারের বিশ্বকাপে সেমিফাইনাল সহ ৫ ম্যাচ হচ্ছে ইডেনে।
দেখে নেব বিশ্বকাপ যুদ্ধের সম্পূর্ণ সূচীঃ-