I Only Believe in Siraj Bhai: সুপার হিরো মহম্মদ সিরাজ। মিয়াঁ ম্য়াজিক। ওভাল টেস্টের শেষদিনে ভারতের জয়ের মূল কারিগর। ওভালের দ্বিতীয় ইনিংসে ৫টি সহ টেস্টে মোট ৯টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন সিরাজ। স্মরণীয় জয়ের পরই সিরাজকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। ফেসবুক, এক্স প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামে সিরাজকে নিয়ে নানা প্রশংসাসূচক পোস্ট, মিম দেখা যাচ্ছে। সিরাজ এখন দেশের সোশ্য়াল মিডিয়ায় এক নম্বর ট্রেন্ড। সিরাজের প্রশংসায় মাতল এবার দুনিয়ার এক নম্বর সার্চ ইঞ্জিন 'গুগল'। ওভালে শুভমন গিলদের স্মরণীয় জয়ের পর গুগল ইন্ডিয়া টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বেশ সৃজনশীল কায়দায় লিখল, আমি শুধু সিরাজ ভাইয়ের ওপর বিশ্বাস রেখেছিলাম (I Only Believe in Siraj Bhai)।
সিরাজের অবিশ্বাস্য বোলিং
এদিন জয়-পারজয়ের মাঝে দাঁড়িয়ে থাকা গাস অ্যাটকিসনকে বোল্ড করে শেষ উইকেটটি তুলে নিয়ে দলকে জেতান সিরাজ। এদিন জেমি স্মিথ, জেমি ওভারটন সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেটই নেন হায়দরাবাদের এই তারকা পেসার। সিরাজ-প্রসিধ কৃষ্ণার যুগলবন্দিতে ভারত এদিন ৬ রানে শেষ টেস্টটি জেতে। সিরিজ ২-২ ড্র করে মাথা উঁচু করে দেশে ফিরছেন অধিনায়ক শুভমন গিল।
সিরাজকে নিয়ে গুগল ইন্ডিয়া
দলকে জিতিয়ে উঠে কী বললেন সিরাজ
ম্যাচ সেরা হয়ে সিরাজ বললেন, লর্ডস টেস্টে সবার শেষে আমি আউট হয়েছিলাম, জাদেজা ভাই নট আউট ছিল, তখন আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। আর আজ ওভালে আমি শেষ উইকেটটা নিলাম। আজকের আনন্দটা কাউকে বলে বোঝানো যাবে না। লর্ডসে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় জাড্ডু ভাই বলেছিল, ব্যাটের মাঝখানে বল লাগানোর চেষ্টা কর, আর ভাব তোকে কত কষ্ট করে বাবা এতদূর নিয়ে এসেছেন। তবু সেদিন আমরা হেরে গিয়েছিলাম।"এবার ইংল্যান্ডে মোট ২৩টি উইকেট নিলেন সিরাজ।