MS Dhoni. (Photo Credits: X)

LSG vs CSK, IPL 2025: আজ, সোমবার সন্ধ্যায় আইপিএলের লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়েন্টস। চেন্নাই বনাম লখনৌয়ের আড়া দুই উইকেটকিপার অধিনায়কের দ্বৈরথ তাকিয়ে বাইশ গজের দুনিয়া। লখনৌয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি এমএস ধোনি ও ঋষভ পন্থ। দুজনের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ৬টা খেলে পাঁচটিতে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ধোনিরা প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার মুখে।

পয়েন্ট তালিকায় কে কোথায়

৬ ম্যাচে ৪টি ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে আছে লখনৌ সুপার জায়েন্টস। সেখানে ৬টি-র মধ্যে মাত্র ১টি-তে জিতে সিএসকে সবার শেষ আছে। আরও পড়ুন- IPL 2025: এখান থেকে প্লে অফের ব্যাপারে কারা কারা ফেভারিট

বিপদে ধোনিরা

আজ, সোমবার লখনৌয়ে ধোনিরা জিততে না পারলে, তারপর লিগ পর্যায়ের শেষ ৭টি ম্য়াচের সব কটাতেও জিতলেও সিএসকে-র প্রথম চারে থাকার স্বপ্নভঙ্গ হবে। তাই ধোনিদের কাছে আজ পন্থদের বিরুদ্ধে ম্যাচটা 'ডু অর ডাই'।

ফর্মে ফেরার লড়াইয়ে পন্থ

অন্যদিকে, দল ছন্দে থাকলেও দিল্লি ছেড়ে রেকর্ড সাড়ে ১৭ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার দলে এসে একেবারেই ফর্মে নেই পন্থ। লখনৌয়ের অধিনায়ক-কে এবার ফর্মে ফিরতেই হবে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্য়াচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস-

কবে, কোথায়, কখন হবে লখনৌ বনাম চেন্নাই ম্যাচ

আজ, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনৌয়ের একানা স্টেডিয়ামে শুরু হবে লখনৌ সুপার জায়েন্টস বনাম চেন্নাই সুপার কিংস-য়ের মধ্যে ম্যাচ।

টিভিতে সরাসরি কোথায় দেখা যাবে খেলাটি?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি দেখা যাবে খেলাটি।

অনলাইনে সরাসরি কোথায় দেখা যাবে খেলাটি?

জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খেলাটি দেখা যাবে।