আজ মঙ্গলবার আবু ধাবিতে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও দিল্লি ক্যাপিটালস (DC)। একদিকে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ নিজেদের দুটি ম্যাচেই হার এসেছে, পয়েন্ট টেবিলে সকলের নীচে ওয়ার্নাররা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়স আইয়ারের দিল্লি।
ব্যাটিং নিয়ে সমস্যায় হায়দরাবাদ। শুরুতে ওয়ার্নার-জনি বেয়ারস্টো খেলবেনই। তিনে মণীশ পাণ্ডে। আগের ম্যাচে চোট পাওয়া বিজয় শঙ্করের পরিবর্তে বাংলার ঋদ্ধিমান সাহাকে খেলানো হয়েছিল। ঋদ্ধি রান পেলেও মন্থর ব্যাটিং করে প্রশ্নের মুখে। প্রিয়ম গর্গের ব্যাটিং অর্ডার নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে দিল্লি দলের দুই প্রধান বোলার ইশান্ত শর্মা ও অশ্বিনের চোট সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের ব্যাটিংকে ধরাশায়ী করে ছেড়েছিল। দিল্লির দুরন্ত বলের মুখে কতক্ষণ হায়দরাবাদের দল নিজেদের টিকিয়ে রাখতে পারে, এখন তাই দেখার।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ টিভিতে যে চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে-
আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আবু ধাবির শেখ জাইদ স্টেডিয়ামে হবে।