লে হাভরে: মহিলাদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল ব্রাজিল। প্রি কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ ফ্রান্সের কাছে ১-২ গোলে হেরে ডার্ক হর্স হিসেবে টুর্নামেন্টে নামা ব্রাজিল মহিলা দলের দৌড় শেষ হয়ে গেল। গ্রুপ লিগ থেকে কষ্ট করে নক আউটে ওঠা ব্রাজিল এদিন চেষ্টা করলেও নির্ধারিত সময় ১-১ থাকার পর, এক্সট্রা টাইমে ফরাসি তারকা হেনরির ১০৭ মিনিটে করা গোলে হারল ব্রাজিল। পুরুষদের ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশ মহিলাদের ফুটবলে এবারও খালি হাতেই ফিরল।
হারলেও আজ ব্রাজিলের মহিলা ফুটবল দলের খেলা হৃদয় জেতে। নির্ধারিত সময়ে পিছিয়ে থাকার পর মার্তারা গোলশোধ করার পর ১-১ গোলে অমিমাংসিত থাকার পর ফ্রান্স-ব্রাজিলের মধ্যে এই প্রি কোয়ার্টার ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের খেলা শেষে যখন টাইব্রেকারে গড়ানোর অপেক্ষায় ম্য়াচ, সেই সময়ই গোল করে ফ্রান্সকে জেতান হেনরি। ২০০৬ পুরুষদের বিশ্বকাপে কিছুটা একই রকম কায়দায় ব্রাজিলকে ছিটকে দিয়েছিলেন ফ্রান্সের থিঁয়রো হেনরি অরি। নেটিজেনরা সেটা মনে করে বলছেন, হেনরি নামটা ব্রাজিল ফুটবলের কাছে বিশ্বকাপে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স এবার মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে স্পেন, বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। আরও পড়ুন-Copa America 2019: জন্মদিনে দেশকে নক আউটে তুললেন মেসি
প্রি কোয়ার্টার ফাইনালের অন্য ম্য়াচে নাইজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠল জার্মানি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল নরওয়ে। ইংল্যান্ড ৩-০ গোলে ক্যামেরুনকে হারিয়ে শেষ আটে উঠল। ব্রাজিল হারায় চলতি মহিলাদের বিশ্বকাপে শেষ আটে আর কোনও লাতিন আমেরিকার দেশ থাকছে না। আগামিকাল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে এশিয়ার দুই দেশ চিন ও জাপান। চিন খেলবে ইটালির বিরুদ্ধে। আর প্রি কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আজ শেষ আটে ওঠার লড়াইয়ে নামছে র্টুনামেন্ট ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্র-র বনাম মহিলা ফুটবলের জায়েন্ট কিলার হিসেবে পরিচিত স্পেন খেলাটি। দিনের অন্য ম্যাচে সুইডেন খেলবে কানাডার বিরুদ্ধে।