হকি বিশ্বকাপে (FIH Hockey World Cup 2023) চ্যাম্পিয়ন হল জার্মানি (Germany)। রবিবার ওডিশার কিলঙ্গ স্টেডিয়ামে ফাইনালে শ্য়ুট আউটে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল জার্মানি। ১৭ বছর পর হকিতে বিশ্বসেরা হল জার্মানরা। ২০০২, ২০০৬-র পর ২০২৩, এবার নিয়ে মোট তিনবার হকিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইউরোপের সুপার পাওয়ার দেশ। এদিন ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ৩-৩। এরপর ম্যাচ শ্যুট আউটে গড়ালে জার্মানরা বাজিমাত করে। জার্মানরা একটা সময় ম্যাচে ০-২ গোলে পিছিয়ে ছিল। এরপর দুরন্ত হকি খেলে ম্যাচে ৩-২ এগিয়ে গিয়েছিল জার্মানরা। এই জার্মানিকে হারিয়েই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। সেই ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতে গেল জার্মানরা।
অল ইউরোপিয়ান ফাইনালের আগে বিশ্ব হকি ব়্য়াঙ্কিংয়ে বেলজিয়ামরা ছিল দুই নম্বরে আর জার্মানরা তিনে। কলিঙ্গ স্টেডিয়ামে দারুণ উপভোগ্য হল দুই বনাম তিনের ফাইনাল ম্যাচ। আরও পড়ুন-ক্রিকেটে ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
দেখুন ভিডিয়ো
They did it!
The COMEBACK KINGS of #HWC2023 are crowned WORLD CHAMPIONS 💪
Insane scenes after the win #HockeyInvites #HockeyEquals #Germany #WorldCup @DHB_hockey pic.twitter.com/TSD1RGPkKo
— International Hockey Federation (@FIH_Hockey) January 29, 2023
অন্যদিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে নেদারল্যান্ডস ব্রোঞ্জ জিতল। আধুনিক হকিতে ইউরোপের দেশেদের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা পেল। এবারের হকি বিশ্বকাপ সোনা, রুপো, ব্রোঞ্জ-তিনটিই জিতল ইউরোপের দেশেরা। ১৯৯৮ হকি বিশ্বকাপের পর যেটা প্রথম হল। ২০০২ থেকে ২০১৮- প্রতিটি হকি বিশ্বকাপেই অস্ট্রেবিয়া কিছু না কিছু পদক জিতেছে। ২০২৩ হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়া খালি হাতে ফিরল।
আয়োজক দেশ ভারত যুগ্মভাবে ৯ নম্বরে শেষ করে। কোয়ার্টার ফাইনালে ওঠার ক্রস ওভার ম্য়াচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছিল ভারত।