Imane Khelif Fact Check (Photo Credit: @Doumit_Azzi/ X)

Imane Khelif Banned Fact Check: যখন থেকে আলজিরিয়ার ইমান খেলিফ (Imane Khelif) অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন তখন থেকে এই বক্সারের লিঙ্গ নিয়ে নানা তদন্ত চলছে। যেখানে অনেক মানুষ ২৬ বছর বয়সী ইমান খেলিফের মহিলা হওয়ার বিষয়ে সন্দেহ পোষণ করছে। যার কারণে পৃথিবীজুড়ে অনলাইনে তাঁকে অনেক ট্রোলের শিকার হতে হয়েছে। খেলিফ প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris 2024 Olympics) এ মহিলাদের ওল্টারওয়েট বিভাগে চীনের ইয়াং লিউকে (Yang Liu) হারিয়ে স্বর্ণপদক জেতেন, তখন থেকেই তিনি সমস্ত ভুল কারণে খবরের শিরোনামে রয়েছেন। যার মধ্যে বিশ্ব বক্সিংয়ে আলজিরিয়াদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে খবরও রয়েছে। এখন আবার কয়েক মাস পরে ডব্লিউবিও (WBO)-এর ইমান খেলিফের ওপর আজীবন নিষেধাজ্ঞা দেওয়ার গুজব শোরগোল তৈরি করছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক পোস্ট ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আদেও কি এটা সত্যি এখানে জানানো হল। BAN vs SA Emerging Player Ripon Mondal and Tshepo Ntuli Fight Video: মাঝ মাঠে মারামারি, Ripon Mondol-র হেলমেট ধরে টানাটানি দক্ষিণ আফ্রিকার বোলার Tshepo Ntuli-র , দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর শেয়ার

মিথ্যে খবর শেয়ারের আরেক উদাহরণ

মিথ্যে খবর শেয়ার করে ভাইরাল করেছে নেটিজেনরা

অ্যালজেরিয়ার বক্সার ইমান খেলিফের উপর বিশ্ব বক্সিং সংস্থা আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছে?

পোস্টে দাবি করা হয়েছে যে ইমান খেলিফের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। WBO নাকি এই বক্সারকে পুরুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে সে সমস্ত পদক এবং ২৫ মিলিয়ন মার্কিন ডলারের নগদ পুরস্কার সব হারাতে চলেছে। হারিয়ে ফেলবে। এই ঘটনার সত্যতা যাচাই করে জানা গেছে আলজেরিয়ার বক্সার ইমন খেলিফের সঙ্গে এরকম কিছুই ঘটেনি। জানিয়ে রাখি যে মার্চ মাসে WBO তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে যে খেলিফেকে শীর্ষ বক্সিং সংস্থা মহিলা হিসেবেই স্বীকৃতি দিয়েছে। সংস্থাটি আরও বলেছে যে সদস্যরা লিঙ্গ ভিন্নতা আইনের রিভিউ করছে এবং যে কোনও বিতর্ক এড়াতে নিয়ম ঠিক সময়ে তৈরি করা হবে। তাছাড়া, WBO খেলিফের বিপক্ষে বলা সব কথায় প্রত্যাখ্যান করেছে।