আগামী বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। রোহিত শর্মা-বেন স্টোকসদের মধ্যে শুরু হতে চলা টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। দুরন্ত ফর্মে থাকা ২৪ বছরের ব্রুকের আর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবে না। এমনকি তাঁর আইপিএল খেলা নিয়েও সংশয় আছে বলে খবর। তবে ঠিক কী ধরনের ব্যক্তিগত কারণে ব্রুকস ভারতেরদ বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি ইসিবি।
ক দিন আগে আইপিএলের নিলামে হ্যারি ব্রুক-কে ৪ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। হ্যারি ব্রুকসের পরিবর্তে অলরাউন্ডার ড্যান লরেন্সকে স্টোকসদের স্কোয়াডে নিল ইংল্যান্ড। মিডল অর্ডারে দ্রুত রান করে বিপক্ষকে চাপে ফেলে দেওয়া হ্যারি ব্রুকের ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে না থাকাটা বেন স্টোকসদের কাছে বড় ধাক্কার। কারণ স্টোকসদের দলে ব্রুকসই সবচেয়ে ভাল স্পিনের ঘূর্ণি সামলাতে পারেন। আইপিএলে সেঞ্চুরি থাকা ব্রুকসের ক্ষমতা আছে অশ্বিন-জাদেজাদের চাপে ফেলার।
দেশের হয়ে ১২টি টেস্ট খেলা ব্রুকসের চারটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি আছে। ব্রুকসের ব্যাটিং গড় ৬২, সর্বোচ্চ রান ১৮৬। মাত্র ১৭ ইনিংসে কেরিয়ারে দ্রুততম হাজার রানের নজিরটা ব্রুকসের দখলে।