Haris Rauf

আমেরিকা যুক্তরাষ্ট্র (USA), ভারত (India)। টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) পরপর দুটো ম্যাচ হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান (Pakistan)। নেপাল, নেদারল্যান্ডসের সঙ্গে সুপার এইট পর্বের আগেই দেশে ফেরার বিমান ধরেছেন বাবর আজম (Babar Azam)-রা। মাথা হেঁটে হয়ে গিয়েছে পাকিস্তানিদের। এবারের টি২০ বিশ্বকাপে অসহায় আত্মসমপর্ন করা পাক ক্রিকেটারদের নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সে দেশের মানুষদের মধ্যে। এরই মধ্যে ঘটল এক কাণ্ড।

পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ-কে দেখতে পেয়ে এক সমর্থক তাদের খারাপ পারফরম্যান্সকে নিয়ে কটুক্তি করেন। সেটা শুনতে পেয়ে হ্যারিস মেজাজ হারিয়ে তেড়ে মারতে যান সেই ব্যক্তিকে। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে হ্যারিসের স্ত্রী মরিয়া চেষ্টা করেন তাঁকে বাধা দেওয়ার।

দেখুন ভিডিয়ো

নাছোড়বান্দা হ্যারিস তার স্ত্রী-র বাধা পেরিয়ে সমর্থককে মারতে গিয়ে বলেন, "তুমি নিশ্চই কোনও ভারতীয়।" যেটা শুনে কটুক্তি করা সেই ব্যক্তি বলে,"না ভাই, আমি পাকিস্তানী। আর তাই তোমাদের পারফরম্যান্স দেখে লজ্জা পেয়ে এসব বলছি।" শেষ মুহূর্তে এসে নিরাপত্তরক্ষীরা সামলান রউফ-কে।