ব্রিসবেন, ১৬ ডিসেম্বর: সবুজ গাব্বায় অস্ট্রেলিয়ার বোলারদের দাপট। শনিবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেল মাত্র ১৫২ রানে। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্য়াট করতে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন অজি পেসাররা। ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। সবুজ পিচে যেন আগন ঝরাচ্ছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডরা।
ছয় নম্বরে ব্য়াট করতে নেমে প্রোটিয়া উইকেটকিপার কেইল ভেররেইনে (৬৪) দারুণ একটা ইনিংস না খেললে দক্ষিণ আফ্রিকার লজ্জা আরও বাড়ত। তেম্বা বাভুমা (৩৮)-ও লড়েন। তবে বাকিরা পুরোপুরি ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার মাত্র চারজন ব্যাটার দু অঙ্কের রান করেন। সবুজ পিচেও দারুণ বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অজি স্পিনার ন্যাথান লিঁয়। স্টার্ক ৩টি, কামিন্স ও বোল্যান্ড ২টি করে উইকেট নেন।
দেখুন টুইট
Australia's world-class attack shine again 🌟
How do South Africa respond with the ball?
Watch every ball of the three Tests LIVE on https://t.co/CPDKNxoJ9v with a Full Tour Pass 📺 pic.twitter.com/1ZR7QOweZJ
— ICC (@ICC) December 17, 2022
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের পরিবর্তে অজি দলকে নেতৃত্বে দিয়েছিলেন স্টিভ স্মিথ। চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন প্যাট কামিন্স। গাব্বা টেস্টে কামিন্সের নেতৃত্বেই নামল অজিরা। গাব্বায় অজিদের প্রথম একাদশে উইকেটকিপার সহ ছয় স্পেশালিস্ট ব্য়াটার, তিন স্পেশালিস্ট পেসার, এক পেসার অলরাউন্ডার ও এক স্পিনারে গাব্বায় প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া।
গাব্বায় অস্ট্রেলিয়ার প্রথম একাদশ-
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুসচানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড,আলেক্স ক্যারি (উইকেটকিপার),প্যাট কামিন্স, (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লিঁয়, স্কট বোল্যান্ড।